একটা মেয়ে ছিলো, অনেক স্বপ্ন নিয়ে সে ডাক্তার হয়েছিল। মধ্যবিত্ত পরিবারে, প্রথম জেনারেশন ডাক্তার হওয়ার পথ খুব সহজ হয়না। সেসব লড়াই করে মেয়েটা নামের আগে জুড়ে নিয়েছিল “ডাক্তার”, আরো কিছু ডিগ্রি জুড়ে নিতো সে।
স্বপ্নের জীবন তার বাঁচা হলো না…. হাসপাতালে ডিউটি করতে গিয়ে তাকে খুবলে যন্ত্রনা দিয়ে হত্যা করা হয়েছে।
তারপরে পাঁচ মাস অতিক্রান্ত… শতাব্দীর সেরা ধামাচাপা দেয়া বিচারের প্রহসন আমরা দেখলাম… মেয়েটার নামটা দুনিয়া থেকে মুছে যাওয়ার দাম হিসেবে মা বাবা কে 17 লাখ অফার করা হয়েছে।
ভাববেন না এটা একটা অভয়া বা তিলোত্তমার ঘটনা….
কারণ ভারতবর্ষে এটা “rarest of rare” ঘটনা নয়! এটা আপনার বা আমার যেকোনো কারোর সাথে যেকোনো দিন ঘটতে পারে কারণ – এ দেশে আইন শুধু “প্রভাবশালী” দের জন্য!
তবে এবার যাই হয়ে যাক, এই নৃশংস ঘটনা আমরা ভুলতে দেবো না……