ভোর রাত। সেমিনার রুম। দরজায় কে যেন নক করল। ভেতরে অনডিউটি ডাক্তার। ক্লান্ত। এখন আবার কে!!
একজনই। ভেতরে ডাক্তার একা, দরজার বাইরে যে, সে-ও একা। দরজা খুলতেই কথা না বাড়িয়ে সোজা খুন। খুন হলো ডাক্তার, অবভিয়াসলি।
তারপর… ডাক্তারটি যেহেতু মেয়ে, তাই যা যা না করলেই নয়… ধর্ষণ, হাড়গোড় ভাঙা বা হাড়গোড় ভাঙা ফলোড বাই ধর্ষণ, যেমন বলবেন, তেমন অর্ডারে।
ব্যাস! একাধিক লোক থাকার দরকার নেই। একজনই কাফি।
আর সেই একজন তো ধরা পড়েই গেছে। বলেওছে, চাইলে ফাঁসি দিন। তাহলে আর সমস্যা কীসের?
ও হ্যাঁ, অতিবিনীত গোয়েলবাবু বলেছেন, লোকটি অপরাধমনস্ক। বাংলায় যাকে বলে, ক্রিমিনাল-মাইন্ডেড। তা সিভিক পুলিশ হিসেবে নিয়োগের আগে সেটা দেখে নেননি? নাকি ওটা, আজকাল, ডিজায়েরেবল কোয়ালিফিকেশনের মধ্যে পড়ে??
ফেরার পথে কি, স্রেফ স্মারক কর্ম হিসেবে, সঞ্জয়বাবুই গাড়িটাও ভেঙে গেলেন?
🤔🤔