২০২২ হল আমার আবির্ভাব শতবর্ষ।
১৯২২এ আমার অস্তিত্ব প্রথম টের পেয়েছিলেন Wiernal & Bell. তবে মানুষের শরীরে আমার প্রথম ঢুকবার সুযোগ পেতে ১৯৪৯ অবধি অপেক্ষা করতে হয়েছে। ফিলিপাইন্সে তখন ইনফ্লুয়েঞ্জা মহামারী শুরু হয়েছে, আমাকে সেই মহামারী নিবারণ করতে মাঠে নামতে হয়েছিল। ভাইরাসের বিরুদ্ধে লড়েছিলাম।
তারপর এল ১৯৫৭. ফ্রান্সের লোকজন আমাকে কাজে লাগালো, যে কাজটা আজ পর্যন্ত করে চলেছি অত্যন্ত সফলভাবে। এককথায়, আমার জনপ্রিয়তায় ভাটা তো পড়েইনি, বরং উত্তরোত্তর সেটা বৃদ্ধি পেয়েই চলেছে বছরের পর বছর, দশকের পর দশক। সেই কাহিনী বলতেই এসেছি আজ।
এখন আমার পৃথিবীব্যাপী পপুলারিটি। তার অনেক কারণ। আমি মানুষের একটা বিশেষ উপকারের জন্য ডেডিকেটেড এক ক্ষুদ্র মলিকিউল। যদিও এখন কাজের পরিধি আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়ে গেছে।।
এই কাজ করবার প্রথম সুযোগ পাই ফ্রান্সে, ১৯৫৭।
তারপর বৃটেন, ১৯৫৮
পরের বছর ইণ্ডিয়া তথা ভারতে কাজ শুরু করি।
কিন্তু কানাডাতে ঢুকতে তারপরেও ১৩ বছর লেগে গেছে।
আর আমেরিকা?
সেখানে আমার এন্ট্রি ভিসা জুটেছে আরো দুদশক পরে, ১৯৯৪।
প্রশ্ন হচ্ছে, আমার জনপ্রিয়তায় বেশি কেন?
তার কারণ অনেক।
আমি খুব সস্তা। Low priced. এটা আমার গর্ব।
আমি মোটেই ক্ষতিকারক নই, বিগত ষাট বছরে আমার হেতু কোন বিপজ্জনক ঘটনা রেকর্ডে নেই।
আমার দ্বারা রক্তে সুগারের মাত্রা কখনো বিপদসীমার নীচে নামেনা। চলতি কথায় “হাইপো” হয়না। হ্যাঁ, ঠিকই পড়েছেন, ‘হাইপো’।
আমি কার্ডিয়াক অর্থাৎ হার্ট ফ্রেণ্ডলি।
আমি রেনাল অর্থাৎ কিডনি ফ্রেণ্ডলি।
আমি কোলন ক্যান্সারের ট্রিটমেন্টে প্রথম সারিতে আছি।
আমি ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্টেও আছি।
আমার anti ageing effect বা ক্ষমতা আছে।
বর্তমান যে আধুনিক শব্দগুচ্ছ, life style management, সেখানে আমার প্রভাব অপরিসীম। লাইফ স্টাইল ম্যানেজমেন্টের বিশেষ দুটি স্তম্ভ হল ক্যালরি রেস্ট্রিকশন এবং এক্সারসাইজ। আমি আদতে calorie restriction mimetic & exercise mimetic. এই মাইমেটিক কথাটা এসেছে মিমিক্রি থেকে। অর্থাৎ নকল করা বলতে পারেন। আমার প্রবেশ ঘটলে ওজন হ্রাস পায় এবং ব্যায়ামের মতো সফলতা আসে, তাই আমি calorie & exercise mimetic.
এখন যে ঘরে ঘরে তরুণীদের PCOS হচ্ছে, পলি সিস্টিক ওভারি, সেখানেও ম্যানেজমেন্টে আমি ঠাঁই পেয়ে গেছি। অনেকদিন আগে, তখন এই নিয়ে কথা চালাচালি হচ্ছে বিভিন্ন জার্নালে, PCOS management এ আমার আসন স্বীকৃত হয়েছে জাস্ট, তখন একজন ডাক্তার এক কলেজ পড়ুয়া 75 কেজি+ তন্বীকে আমার নাম লিখে দিয়েছিল। তার বাবা দোকানে কিনতে গিয়ে শুনেছিল এটাতো ডায়াবেটিসের জন্য দেয়, মেয়েকে কেন দিয়েছেন ডাক্তার? ভুল করেননিতো? সেই ভদ্রলোক এসে চড়াও হয়েছিল ডাক্তারের ওপর। তার মেয়ে তো সুগারের রুগী নয়। মেরে ফেলবেন নাকি? সেই ডাক্তার তখন ভদ্রলোককে সঙ্গে নিয়ে সেই ওষুধ দোকানে গিয়ে উল্টে চড়াও হয়ে বলেছিল, “ওষুধ বেচতে এসেছিস ক্লাস এইট অবধি পড়ে। আর আমি স্কুল পাশের পরে মোট চোদ্দো বছর লাগিয়ে দিয়েছি একটা ওষুধ লিখবার ক্ষমতা অর্জনের জন্য।”
আমার এই একাধিপত্যর মধ্যেও একটা ছোট জোন আছে যেখানে আমি কর্মহীন। Metabolism কথাটার অর্থ হল বিপাক ক্রিয়া। আপনি যা খাচ্ছেন তা অণু পরমাণুতে ভেঙে কোথায় যাচ্ছে না যাচ্ছে তার ইতিহাস। Metabolic fulcrum অর্থাৎ বিপাক ক্রিয়ার lever (Liver বা যকৃৎ নয়) এর একদিকে আছে anabolic state যেদিকে ওজন বেড়ে চলে, overweight, type II diabetic; মাঝে eubolic, অর্থাৎ ব্যালান্সড হেল্থ, অন্যদিকে catabolic state, এদের ওজন কম, পাতলা underweight, এদের খিদে কম, absorption poor, এবং LADA নামে একটা অবস্থা, (Latent Autoimmune Diabetes of Adults). এই তিন গ্রুপের মধ্যে শেষ গ্রুপটাতে আমি একেবারে অচল। ঐ অঞ্চলে ইনসুলিনের রাজত্ব।
তাহলে, আমি কি চিরদিনই রাজত্ব করে যাবো?
সিগন্যাল বলছে, তা হতে পারেনা।
অতি সম্প্রতি gliflozin বা gliptin গ্রুপের কিছু সদস্য এসেছে, যারা আমারই মতো cardiac & renal/kidney friendly. কিন্তু এরা এখনো হাইপ্রাইসড, দামের বিচারে ওদের আমি এখনো এক ঘন্টার খেলায় মিনিটে মিনিটে গোল দেবো।
কাজেই এখনো আমি থাকছি আপনাদের সাথে, আরো বেশ কিছুদিন।