ট্রেন চালু হলো। বোঝা যাচ্ছে আস্তে আস্তে অনেক কিছুই চালু হবে। বাড়িতেই থাকুন। কিন্তু ভবিষ্যতের পরিবর্তিত পৃথিবীতে বাইরে বেরোতে হলে কিছু জিনিস মাথায় রাখা দরকার। এই ভাইরাস আমাদের সঙ্গে বেশ কিছু দিন থাকতে চলেছে।
বাড়ির বাইরে বেরোনোর কিছু উপদেশ লিখলাম। এটি কোনো অফিসিয়াল উপদেশ নয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা প্রসূত।
মূল কথা #দূরত্ব #পরিচ্ছন্নতা #মাস্ক।
১. ঘড়ি আংটি বর্জন।
২. শুধু ক্রেডিট, ডেবিট কার্ড,আর অল্প কিছু টাকা সাথে রাখুন।
৩. ফোন একটি স্বচ্ছ প্লাসটিকের প্যাকেটে, পরে বাড়ি ফিরে প্লাস্টিক ফেলে দিন।
৪. মাথা ঢাকা- টুপি, ওড়না।
৫. মাস্ক নাকের ওপর দিয়ে।
৬. মুখে নাকে মাস্কে মাথায় একদম হাত দেওয়া নয়।
৭. আপ্রাণ চেষ্টা করুন পাশের লোকের সাথে ৩ ফিট দূরত্ব।
৮. বারে বারে হাত ধোয়া অথবা সানিটাইজার (পকেটে প্লাস্টিকে মুড়ে একটা ছোট সাবান রাখুন)
৯. প্লাস্টিকের চটি/জুতো যেটা ধোয়া যাবে আর বাইরে ছেড়ে তবে বাড়িতে ঢোকা।
১০. বাইরের জামা কাপড় ফিরে এসে কেচে নেওয়া। অথবা ৪ সেট জামা কাপড় । ১, ২, ৩,৪ দিনের পর আবার ১ম দিনের জামা পড়া। প্রত্যেক দিন ফিরে এসে পারলে রোদ্দুরে টাঙিয়ে দেওয়া।
১১. ১ লিটার জলে দেড় চামচ ( ৭ গ্রাম) ব্লিচিং পাউডার দিয়ে একটি দ্রবণ/ মিক্সচার বানান। এটি একটি শক্তিশালী জীবাণুনাশক। সাবধানে (কারণ এটি বিষ) সেটি দিয়ে জুতো,দরজার হাতল ইত্যাদি সন্দেহজনক স্থান ভাইরাস মুক্ত করুন।
খুবই উপকৃত হলাম
প্রয়োজনীয় তথ্য।
Like!! Great article post.Really thank you! Really Cool.
I really like and appreciate your blog post.