মাত্র! আমি তো ভাবলাম আরও বেশী হবে! এতোদিন ধরে এতো লোকের খাওয়ার ব্যবস্থা, আলো, ফ্যান, জেনারেটর, ত্রিপল, মাইক – সব মিলিয়ে খরচ মাত্র এই টুকু!
আমরা আমাদের দৃঢ় সঙ্কল্প নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে উপস্থিত হয়েছিলাম। সুষ্ঠ ন্যায় বিচারের দাবী নিয়ে। কিভাবে থাকবো, কি করে সমস্ত জোগাড় হবে, তা নিয়ে ভাবার মতো সময় ছিলো না। হয়ে গিয়েছিল। বাকী সমস্ত ব্যবস্থা করেছিলেন আমাদের সহনাগরিকেরা। যখন যেখানে, যা যা প্রয়োজন হয়েছে, দিনে দুপুরে, রাতে বেরাতে, যা কিছুর প্রয়োজন হয়েছে, সহনাগরিকেরা এগিয়ে এসেছেন। নিয়ে এসেছেন। জোগাড় করে দিয়েছেন। সাহায্য করেছেন। আশীর্বাদ করেছেন দুই হাত তুলে। ক্রমাগত ফোন এসেছে, সাহায্য করার প্রার্থনা করে, অনুরোধ করে। এই আন্দোলনের শিরদাঁরা আমাদের সহনাগরিকেরা। তাঁরাই আমাদের সাহস যুগিয়েছেন, পথে থাকতে। কারণ তাঁরাও আমাদের সাথে পথেই থেকেছেন, বিনিদ্র। সদা সতর্ক।
একটা সময় আপনাদের কাগজের ট্যাগ লাইন থাকতো, ভগবান ছাড়া কাউকে ভয় পাই না। এখনও আছে হয়তো। তবে বিক্রি হয়ে গেলে আর ভয় পেতে হয় না, আমরা জানি। আমরা বুঝি। আপনাদের জন্য বেশী সময় নষ্ট করতে চাই না।
শেষ করার আগে, একটা প্রশ্ন করি। মাত্র পঞ্চাশ লক্ষ! এর সাথে সহনাগরিকদের ভালোবাসার মূল্য ধরেননি, তাই না? ভালোবাসার মূল্য কতো, জানা আছে?
হিসেব কষে বলে যাবেন, যদি জানা থাকে তাহলে…