গলার অস্থি ভেঙে কে রুখল শ্বাসবায়ু তার?
সারা অঙ্গে ক্ষতচিহ্ন। কে দিয়েছে এমন প্রহার?
মরতে মরতে হয় তো খেয়েছিল আছাড়ি পিছাড়ি।
“মা মা” বলে ডেকেছিল। শুনিনি যে, সে দোষ আমারই।
কে প্রমাণ লুকিয়েছে, সুকৌশলে তথ্য পাল্টেছে?
খুনের সমস্ত ছাপ কারা মুছেছিল, বেছে বেছে?
সমস্তই মনে রাখব। একবিন্দু কান্না ভুলবো না।
খুনিদের জন্য আজ সব মনে ঘৃণাবীজ বোনা।
হুমকি এলে যেতে হবে? মেখে নিতে হবে উৎসব?
শূন্য ভেলা ভেসে গেল, পুড়ে গেল মেয়েটির শব।
অপমান ইরেজারে মুছে গেল ওটি কার মেয়ে?
খুব দোষ করেছিল, এ স্বদেশে বেঁচে থাকতে চেয়ে?
ভয়ের বরফ দিন গলে যাবে। রোদের ঘা মারো।
আজ প্রমাণের দিন। কন্যাটি আমার… আমারও।
দু চোখে অশ্রু নয়, রক্ত ঝরিয়েছে তিলোত্তমা।
শান্তির ললিত বাণী?
_____________________________