২৮ অক্টোবর, ২০২৪ জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস, অনেক কষ্ট করে অনেকটা ওই পশ্চিম বঙ্গ ও নাগরিক সমাজের প্রায় ৮০টি সংগঠন একাডেমি অফ ফাইন আর্টসের সভাগৃহে মিলিত হয়ে “অভয়া মঞ্চ ” গঠন করে। প্রাথমিকভাবে মনীষা আদক, পুণ্যব্রত গুণ ও তমোনাশ চৌধুরী এই তিনজনকে আহ্বায়ক নির্বাচিত করা হয়।
এই মঞ্চের লক্ষ্য
1. অভয়ার প্রকৃত বিচার
2. প্রশাসনিক প্রশ্রয় ও মদতপুষ্ট দুর্নীতি, থ্রেট কালচার বিরোধী আন্দোলন সংগঠিত করা যা সমাজের সব ক্ষেত্রেই সার্বিক দুর্বৃত্তায়নের মূলোৎপাটন করে , অভয়া ২ , ৩, ৪ …. হওয়া আটকাবে
3. নারী ও প্রান্তিক লিঙ্গের ওপর আক্রমণের বিরুদ্ধে সোচ্চার হওয়া ।
অভয়া মঞ্চের আশু কর্মসূচি
1. ৩০ অক্টোবর ২০২৪ WBJDF এর ডাকে WBMC থেকে CGO Complex অভিযানে সামিল হওয়া ।
2. ৪ঠা নভেম্বর ২০২৪ সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯ টা অভয়াদের বিচার চেয়ে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় “দ্রোহের আলো জ্বালো” – এই আহ্বান।
3. ৯ অক্টোবর ২০২৪ রাণী রাসমণি রোডে জমায়েত হযে দুর্বৃত্তদের জনতার চার্জশিট পেশ।
4. জয়নগর থেকে জয়গাঁও জাঠা
( বিস্তারিত পরে জানানো হবে )
চিকিৎসক-স্বাস্থ্যকর্মী-জনগণের ঐক্য জিন্দাবাদ
দুর্নীতি-দুর্বৃত্ত-থ্রেট কালচার নিপাত যাক।
Waiting for the desired outcome