প্রয়াত চিকিৎসক সুব্রত গোস্বামীর প্রথম মৃত্যুবার্ষিকীতে ৫ ই জুলাই, ২০২৪ তাঁকে স্মরণ করলেন তাঁর বন্ধু ও সহযোদ্ধারা। অভিজিৎ মিত্র চ্যারিটেবল সোসাইটির প্রাঙ্গণে এই অনুষ্ঠানটি শুরু হয় সুস্বাগতা পালের গাওয়া ‘জীবন মরণের সীমানা ছাড়িয়ে’ গানটির মধ্যে দিয়ে।
এরপর প্যালিয়েটিভ কেয়ার নিয়ে প্রাঞ্জল বক্তব্য রাখেন সুব্রতর ছাত্রী ইএসআই পেন ইনস্টিটিউটের চিকিৎসক গার্গী নন্দী।
২০২৩-এর একুশে ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল সুব্রতর পথ চলার কাহিনী ‘ব্যথার পাহাড় ডিঙিয়ে’। এদিনের অনুষ্ঠানে প্রকাশিত হলো বইটির ইংরেজি অনুবাদ Beyond the Mountain of Pain, মঞ্চে ছিলেন প্রথম বইটির অন্যতম অনুলেখিকা পিয়ালী দে বিশ্বাস।।
এরপর স্মৃতিচারণ করেন ডা অমিতাভ চক্রবর্তী, ছাত্র জীবনে তিনি ছিলেন সুব্রতর নেতা, চিকিৎসক জীবনে সহযোদ্ধা।
অনুষ্ঠানটির জন্য আয়োজকদের ধন্যবাদ জানান সুব্রতর ভাই দেবব্রত গোস্বামী।
এরপর স্মৃতিচারণ করেন সুব্রতর সমসাময়িক সাংবাদিক বন্ধু প্রসূন আচার্য। সুব্রতকে ঘিরে নানান ঘটনার কথা বলেন সহপাঠী অমিত চক্রবর্তী। আরেক সহপাঠী পলাশ বন্দ্যোপাধ্যায় শোনান সুব্রতকে নিয়ে তাঁর লেখা এক কবিতা। পলাশের আরেকটি কবিতার আবৃত্তি ভিডিও মাধ্যমে শোনানো হয়, আবৃত্তিকার অসীম মিশ্র।
সুব্রত যে গণসংগীতগুলো গাইতেন সেরকম চারটি গান গেয়ে শোনান পল্লব কীর্তনীয়া।
এরপর স্মৃতিচারণ সিনিয়র বন্ধু জয়ন্ত দাস, ছাত্র ও বন্ধু বিপ্লব সরকার এবং জুনিয়ার বন্ধু সুমিত দাশের।
সমাপ্তি সংগীত পরিবেশন করেন দীপক চক্রবর্তী।
অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন কুশল সেন এবং মৃন্ময় বেরা।
সুব্রতর শুরু করা কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নিয়ে আজকের অনুষ্ঠান শেষ হয়।
সংবেদনশীল অনুষ্ঠান