২৭ জুন ২০২৫
অল্প কিছু সময় আগেই সংবাদ শিরোনামে এসেছে যে, দক্ষিণ কলকাতা আইন কলেজে পড়ুয়া এক ছাত্রীকে গণধর্ষণে অভিযুক্ত সেই কলেজের ছাত্র ও একজন প্রাক্তনী এবং ধর্ষিতার লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তিনজন অভিযুক্ত। এরা শাসক ঘনিষ্ঠ বলে সংবাদ মাধ্যম জানাচ্ছেন।
কসবা থানার মাত্র ২৫০ মিটারের মধ্যে এই কলেজ। ২০২৪ সালের ৯ আগষ্ট আর জি কর হাসপাতালের ঘটনায় রাজ্য, দেশ, দুনিয়া স্তম্ভিত হয়েছিল। আজও মানুষ বুঝতে পারেননি শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে নজিরবিহীন সেই ঘটনায় পুলিশ ও সরকারের ভূমিকা কি। প্রকৃত বিচার আজও পায়নি অভয়া’র পরিবার। সেই ঘটনার পর আবারও শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী সহপাঠীদের হাতে গণধর্ষিতা! এ কোন জঙ্গলের রাজত্বে আমরা বাস করছি জানি না।
আমরা মনে করি, কলকাতা সহ রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। রাজ্যের সরকার ও পুলিশের ভূমিকা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।
অভয়া মঞ্চ রাজ্যের সকল প্রান্তে নির্যাতিতা নারীর পাশে দাঁড়িয়ে লড়াই করছে। এই ভয়াবহ ঘটনার প্রকৃত তদন্ত দাবি করছে ও দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করছে অভয়া মঞ্চ। তদন্তের গতিপ্রকৃতির উপর নজর রাখতে দায়বদ্ধ অভয়া মঞ্চ।