৬ই ডিসেম্বর, ২০২২
সদ্য অনুষ্ঠিত ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল নির্বাচনে ব্যাপক দুর্নীতি ও কারচুপির বিরুদ্ধে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর চারজন প্রার্থী যে তিনটি মামলা করেন সেগুলির সম্মিলিত শুনানিতে আজ কলকাতার হাইকোর্টের বিচারপতি শ্রীমতি মৌসুমী ভট্টাচার্য এক গুরুত্বপূর্ণ রায় দেন। এই মামলায় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের আইনজীবী হিসেবে অনিরুদ্ধ চট্টোপাধ্যায় এবং গার্গী গোস্বামী ছিলেন।
ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে নির্দেশ দেওয়া হয় যে মোট ভোট, বাতিল ভোট এবং যে ব্যালট পেপার বিতরণ করা যায়নি সবগুলির সংখ্যা গণনা করে জানাতে। হাইকোর্টের এক স্পেশাল অফিসার নিয়োগ করা হয়েছে যিনি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে যাবেন এবং তার উপস্থিতিতে নির্বাচন সংক্রান্ত সমস্ত দলিল সংগ্রহ করা হবে এবং হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল এর কাছে রাখা থাকবে। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৯শে ডিসেম্বর ২০২২।
জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এই আইনি পদক্ষেপকে আশাব্যঞ্জক বলে মনে করে। আমাদের আশা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আদালত যথাযোগ্য রায় দেবেন।
ডাঃ পুণ্যব্রত গুণ
ডাঃ হীরালাল কোনার
ডাঃ বিশ্বজিৎ ভাদুড়ী
ডাঃ সুকান্তি ভট্টাচার্য
ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়
ডাঃ অর্জুন দাশগুপ্ত