তোর রক্তপাতের শোক করেছে শক্ত হাত
দ্যাখ রে মা তুই আজ জেগেছে শহর গাঁ,
গিলতে বিচার হাঁ করে থাক নক্র-দাঁত
ত্রিশূল হাতে ‘হর-ঘর’এ আজ মা দুর্গা।
স্বাধীনতার বয়েস হলো সাতাত্তর,
মেয়ে হারালে আর থাকে তার কোন মানে,
নি-দন্ত ঢিল-তদন্ত আজ নিরুত্তর,
লাশখানা তোর বল নামাবো কোনখানে।
লাশের থেকেই ডাক দিয়েছিস ‘চাই বদল’,
আমরা সবাই শুনতে পেলাম চোখ মুছে,
তোর নামে দ্যাখ করেছি রাত তাই দখল,
চুপ থাকা পাপ গিয়েছে আজ লোক বুঝে
মধ্যরাতে রাজ্য জুড়ে লোক-প্লাবন,
দ্যাখ রে মা তুই, সবাই জড়ো তোর নামে,
আগুনে আজ বদলে গেছে শোক-শ্রাবণ,
জাগছে মানুষ, ওই চেতনার ভোর নামে।
‘হর ঘর’ এ পীঠ, ওঠেন জেগে শরণ্যা
তোর শব-এ আজ নীরবতার ভাঙলো ঘুম
ঘরের কোণে চোখের জলে স্মরণ না,
হৃৎকমলে দিনবদলের উঠছে ধুম।
আর কোনো হীন অজুহাতের শরণ না
অনন্ত হোক লোক জাগবার এ মরসুম।
তোর নামে আজ করছি শপথ রে কন্যা
আর দেবো না হতে এ দেশ বধ্যভূম।