(ভেবে দেখলে পুরো জীবনটাই যেন মরুতৃষ্ণার সমতুল। তারই এক টুকরো)
★
লী ফক এবং সি ম্যুর তোমায় আঁকছিলো আর লিখছিল।
অরণ্যদেব বন্ধু তোমার , আগেই সেটা ঠিক ছিল।
আমার তো নেই তুফান বাঘা, পিস্তল নেই দুই হাতে
উঠতি কিশোর, ভূতের ভয়ে বাবার পাশে শুই রাতে।
ফ্যান্টমই তার আসলি হিরো, কিন্তু ভালো ডায়না ও।
অরণ্যদেব দুঃখ পাবে, ডায়না কে তাই চায় না ও!
অতীত কালের রক্তে তখন বিপ্লব বিষ ঢালছে কে?
আজকে একটু স্বপ্ন দেখি? পড়তে বসব কাল থেকে!
অল্প পরেই এই পৃথিবী পালটে যাচ্ছে রূপরেখায়।
মধ্যবিত্ত মগজ তখন ইউটোপিয়া ঠুকরে খায়।
দেওয়াল ঢাকছে স্টেনসিল ঝড়। বন্ধু মরল। সে দোষ কার?
(আধ শতাব্দী বাঁচলে মিলত আনন্দময় পুরস্কার।)
তার মধ্যেও সুন্দরীদের সঙ্গে তোমার মুখ মেলাই।
মন্ত্রণা দেয় মাও সে তুং আর সামলে রাখছে চৌ এন লাই।
অরণ্যদেব দারুণ, কিন্তু তুমিই আমার ক্রাশ ছিলে
ডায়না পামার পড়ছে মনে, কিশোর স্বপ্নে হাসছিলে?
★