একথা সত্যি, বহু মানুষ বলবেন পুজোর পরে, চারখানা দিন শহর চষেছি পুরো পরিবার নিয়ে, সকলে সুস্থ আছে, কই কেউ পড়েনি তো জ্বরে,৷৷৷ যত্ত ফালতু কথা। গপ্পোই লেখে লোক ফেসবুকে গিয়ে।
একথা সত্যি, চ্যাটচ্যাটে ভিড়ে ঘাম মেখে বাড়ি ফিরে,
শপিংয়ের সম্ভার দেখিয়ে কেউ হেসে বলবেন ঠিক,
‘মাস্ক চিবুকে নামিয়ে বুক বাজিয়ে সারা পথ ঘুরেছি রে’,
এবং সে সাহসী লোকটাকে ছুঁয়ে দেখবেনা প্যান্ডেমিক।
একথা সত্যি, হুল্লোড়ে মেতে যারা পুজোতে বেড়াবে সদলে,
তাদের অধিকাংশের কোনো ডাক্তারই হবেনা দরকার
‘ছাড় তো, বিজ্ঞ সবজান্তারা ওরকম ভুলভাল বলে’
সেরকম বলা লোকও ঝাপটা পাবে না টের এই ঝড়টার।
তবু ঝড় হবে। হারিকেনে হতে পারে জনতার হাতে হ্যারিকেন,
সেই সাবধানবাণী ধরে নাও আধুনিক খনার বচন,
ভ্যাক্সিন ব্যাতিরেকে রোখার উপায় শুধু ‘ ব্রেক দ্যাট চেন’
শৃঙ্খলে মজবুতি আরো নিশ্চিত করে শৃঙ্খলাহীন হয় মানুষ যখন।
একথা সত্যি, এ মারী মড়ক নয়, হলেও বাঁচবে অনেকে,
ছুটিহীন ডাক্তার নার্সের খাটনিতে সেরে ফিরে যাবে বহুলোক,
তবুও যাবে না জানা চেষ্টা ব্যর্থ করে অসময়ে মরে যাবে কে,
কার বাড়ি বিজয়া আসবে অশুভ হয়ে, স্মৃতির সঙ্গী হবে শোক।
বন্ধু চাইছি শুধু উৎসবে উৎসাহে সেই বাড়ি তোমার না হোক।