। বর্শা।
বর্শা তুলে ছুঁড়লো সে, সবার আগে উড়লো সে,
জনগণ’র সুরের জাদু বাজলো শোনো ভিন দেশে।
একশো বছর অপেক্ষায়, একশো বছর উপেক্ষায়,
দেড়শো কোটির স্বপ্নকে আজ সোনার সুতোয় জুড়লো সে।
সুবেহদারের হাত ধরে, নতুন সুবাহ ফুটলো রে,
ফিরলো যারা শূন্য হাতে জীবন দিয়ে খুব লড়ে,
আজকে তাদের ক্লান্ত গা’য়, সোনার হাতের সান্ত্বনায়
ভবিষ্যতের স্বপ্নগুলো জয়ের দিকে ছুটলো রে।
বর্শা জোগায় ভরসা তার, জাগতে পারে দেশ এবার
চতুর্থতে থমকে যাওয়া হয়তো হবে শেষ এবার
সোনার উড়ান জ্যাভলিনের, আস্কারা দেয় সেই দিনের
জনগণ’ উঠবে বেজে শেষ হবে যেই রেস আবার।
নীরজ এলে বর্ষাকাল, অতীত মুছে ভরসা কাল,
প্রজন্মদের নতুন ফসল ছুঁড়বে আবার বর্শা কাল।
লক্ষ্য হবে ফের সোনা, চতুর্থে হার মানবো না,
চোপড়া নীরজ সুরজ হয়ে করবে আলো রোজ সকাল।
দেখো যেন নেভে না আর জ্বাললো নীরজ যেই মশাল।
আর্যতীর্থ