দীপ জ্বেলে যাও
(রাজনৈতিক উপন্যাস)
লেখিকাঃ রুমঝুম ভট্টাচার্য
মুদ্রিত মূল্যঃ ১৫০ টাকা
আশির দশকে, পশ্চিমবঙ্গের এক তরুণ চিকিৎসক, শুভব্রত মজুমদার এক অন্যরকম ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজ থেকে পাশ করার পর ছত্তিশগড়ের দল্লী রাজহারা অঞ্চলের শহীদ হাসপাতালে যোগ দেন। সেখানকার খনির শ্রমিকরা নিজেদের অর্থে ও শ্রমে গড়ে তুলেছিল এই হাসপাতাল। লোহাখনিজে সমৃদ্ধ দল্লী রাজহারার খনি শ্রমিকরা ছিল নিপীড়িত, শোষিত। মানুষের ন্যূনতম অধিকারটুকু তাঁরা পেতেন না। তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য ছত্তিসগড় মুক্তি মোর্চা গড়ে উঠেছিল যার নেতৃত্বে ছিলেন শঙ্কর গুহ নিয়োগী। শুভব্রত হাসপাতালটিতে চিকিৎসক হিসেবে কাজ শুরু করেন কিন্তু খুব শীঘ্রই তিনি বুঝতে পারেন, এই স্থান শুধু চিকিৎসা নয়, একটি আন্দোলনের কেন্দ্রস্থল। শঙ্করের নেতৃত্বে, শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে পেতে সংগ্রাম করছিল। শুভ, তার চিকিৎসার মাধ্যমে এই সংগ্রামে যুক্ত হন, মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি তাদের অধিকার রক্ষার চেষ্টা চালিয়ে যান। কিন্তু বিপ্লবের পথে বাধা ছিল বড়। শঙ্কর গুহ নিয়োগীর নির্মম হত্যাকাণ্ড, আন্দোলনের ভেঙে পড়া, নিপীড়িত শ্রমিকদের জন্য লড়াই করতে গিয়ে, শুভ গভীর রাজনৈতিক সংকটে পড়েন। বিশ্বাস, আনুগত্য, সংগ্রাম, সংঘর্ষ ও নির্মাণের বুনোটে লেখা একটি হৃদয়গ্রাহী স্মৃতিচারণা, যেখানে এক তরুণ চিকিৎসকের চোখ দিয়ে দেখা দল্লী রাজহারা অঞ্চলের শ্রমিকদের সংগ্রাম এবং সেই সংগ্রামে হারানো আদর্শ, বিশ্বাসঘাতকতা এবং ত্যাগের গল্প।