বিকেল থেকেই কলকাতার রাজপথ প্রজ্জ্বলিত হয়ে উঠুক দ্রোহের আলোয়।
আপন আলোয় মিশে যাক সকলের আলো।
সেই দ্রোহের আগুনের পরশমণির ছোঁয়ায় সারা শহর নগর প্রান্তর থেকে মফস্বল গ্রাম সব হয়ে উঠুক তিলোত্তম্যা।
আয় আরও হাতে হাত রেখে,আয় আরও বেঁধে বেঁধে থাকি।
কার তাতে কী, আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি!
আগামী ৪ তারিখ, উদ্ভাসিত হোক প্রাণের প্রদীপ, উদযাপিত হোক দ্রোহের দীপাবলি।