১০ জানুয়ারি ২০২৫
প্রেস বিজ্ঞপ্তি
গতকাল মেদিনীপুর মেডিকেল কলেজে একটি বিশেষ ব্যাচের রিংগার্স লেক্টেট চালানোর পর প্রসূতি বিভাগের ৬ জন মা অসুস্থ হয়ে পড়েন এবং একজনের মৃত্যু হয়।
অনুসন্ধানে জানা যায় একটি বিশেষ কোম্পানির বিশেষ ব্যাচের এই তরলে এর আগেও একই রকম প্রতিক্রিয়া দেখা গেছে আমাদের রাজ্যে এবং অন্য রাজ্যেও। এই বিষয়টি গত একবছর , বিভিন্ন হাসপাতালে হয়েছে, বহু অভিযোগ BMOH থেকে সুপার করেছেন। স্বাস্থ্যদপ্তর / প্রশাসন নির্বিকার প্রশ্রয় দিয়েছে। কিছু সময়ের জন্য ওই কোম্পানির রিংগার্স লেক্টেট সরবরাহ বন্ধ থাকলেও অজানা কারণে আবার সরবরাহ চালু করা হয়, যার পরিণতিতে কাল ছয় জন মায়ের অসুস্থতা এবং একজনের মৃত্যু। আমরা এটিকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও সহনাগরিকদের হত্যা বলে মনে করি।
আশ্চর্যের ব্যাপার হল এলার্জিক প্রতিক্রিয়া চিকিৎসার জন্য সাধারণ যে ইনজেকশনগুলি হাসপাতালে থাকার কথা, সেগুলিরও সরবরাহ নেই, রোগীর পরিজনকে বাইরে থেকে তা জোগাড় করে দিতে হচ্ছে, ফলে চিকিৎসার জন্য যে দ্রুততার প্রয়োজন তা সম্ভব হচ্ছে না।
আর জি কর কাণ্ডের পর সন্দীপ ঘোষ যখন নিম্নমানের ওষুধ সরবরাহের সঙ্গে যুক্ত বলে প্রমাণ মিলতে থাকে, তখন আমরা বলেছিলাম দুর্নীতি শুধু আরজি কর মেডিকেল কলেজ নয় সারা রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে ছড়িয়ে পড়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজের মাতৃ মৃত্যু তার প্রমাণ।
জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল দাবি জানাচ্ছে–
১। এখনই এই বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ঐ ব্যাচের সমস্ত বোতল ও ব্যবহৃত সমস্ত বোতল, স্যালাইন ইনফুউসন সেট, আই ভি ক্যানুলা ডিউটি রত নার্স, চিকিৎসকের উপস্থিতিতে তাদের সই সহ পুলিশের উপস্থিতিতে বাজেয়াপ্ত করুন। বিভাগীয় প্রধান, এম এস ভি পি, প্রিন্সিপালকে অভিযোগ নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হোক।
২। অবিলম্বে হাইকোর্টের কর্তব্যরত বিচারকের অধীনে এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হোক।
৩। সরকারি হাসপাতালে নিম্নমানের ও ভেজাল ওষুধ সরবরাহের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং স্বাস্থ্য দপ্তরের দায়িত্বশীল আধিকারিকদের অবিলম্বে অপসারণ করা হোক, দোষের প্রমাণ পেলে শাস্তি দেওয়া হোক তাদেরও।
৪। অপসারণ করা হোক স্বাস্থ্য দপ্তরের মুখ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে যার ছত্রছায়ায় স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি ফুলে ফেঁপে উঠেছে।
৫। সমস্ত সরকারি হাসপাতালে অত্যাবশ্যক ওষুধের সরবরাহ নিয়মিত এবং পর্যাপ্ত হোক।
৬। মেদিনীপুর মেডিকেল কলেজে নিম্নমানের ওষুধ ব্যবহারে মৃত এবং ক্ষতিগ্রস্ত মায়েদের যথোপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হোক।
ডা হীরালাল কোনার
ডা পুণ্যব্রত গুণ
যুগ্ম আহ্বায়ক