আজ MCKRDA-এর পক্ষ থেকে স্বাস্থ্য ভবনে DME, DHS এবং WBUHS-এর VC ও Dean-কে আমাদের পক্ষ থেকে সব জুনিয়র ডাক্তারদের স্বাক্ষর সহ ডেপুটেশন জমা দিয়ে আসা হল।
DME স্যারের সাথে অনেক ক্ষণ কথা হয়৷ স্যার স্বীকার করেন আমাদের দাবি যৌক্তিক এবং আগের বার মেডিকেল কলেজের মত টার্সিয়ারি টিচিং হাসপাতালকে কোভিড এক্সক্লুসিভ করার সিদ্ধান্তের মধ্যে সমস্যা ছিল। বরং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার তাঁরা পরিকল্পনা করছেন যে বাকি কলেজগুলোতেও যাতে কোভিড উইং থাকে এবং একা মেডিকেল কলেজের উপর যাতে চাপ না পরে তা ডিসেন্ট্রালাইজড ভাবে সব মেডিকেল কলেজের উপর রিডিস্ট্রিবিউট হয়, সেই পরিকল্পনাই তাঁরা করছেন। এই মর্মে নাকি আজ সমস্ত মেডিকেল কলেজের প্রিন্সিপাল, সুপারদের নিয়ে স্বাস্থ্য ভবনে মিটিং আছে৷
বিষয় খুবই স্পষ্ট, মেডিকেল কলেজের সমস্ত জুনিয়র ডাক্তারেরা যে প্রচন্ড ক্ষিপ্ত সে খবর ‘উপরমহল’-এর কাছে আছে। তাঁরা যথেষ্ট চাপে আছেন এবং খুব ভালো ভাবে জানেন এত সহজে কোনো অবৈজ্ঞানিক অযৌক্তিক পরিকল্পনা চাপিয়ে দেওয়া যাবে না। নন কোভিড কোনো রোগী পরিষেবা ও জুনিয়র ডাক্তার, ডাক্তারি পড়ুয়াদের পঠনপাঠন, ক্লিনিক্যাল ট্রেনিং কোনো রকম ক্ষতি বরদাস্ত করা হবে না।
যাই হোক, মৌখিক আশ্বাসে আমরা ভুলছি না। কারণ আগের বারের অভিজ্ঞতার স্মৃতি এখনো দগদগে। তবু আমরা ভরসা রাখছি। কিন্তু এর কোনোরকম অন্যথা হলে সব রকমের প্রতিরোধের জন্য আমরা প্রস্তুত।
#SaveMCK
#InclusiveNotExclusive
The MCKRDA met with the DME, the DHS and the VC and Dean of the WBUHS and submitted our deputation with signatures of all resident junior doctors of Medical College and Hospital Kolkata at Swasthya Bhawan today.
In the long conversation that followed, DME Sir accepted that our demands were justified and conceded that the plan of converting a tertiary teaching hospital such as Medical College and Hospital, Kolkata into an exclusive Covid hospital last time was a flawed one. Therefore this time the authorities have decided to learn from that mistake and ensure that Covid wings are set up in other government colleges and hospitals as well so that Medical College, Kolkata does not have to bear the absurdly huge burden of a pandemic alone and the same is systematically redistributed in a decentralised manner among the other medical colleges in the state. With regard to that model of planning, a meeting has been scheduled with the Principals and Supers of the various medical colleges at Swasthya Bhawan today.
It is immensely clear that the authorities are aware of the growing unrest among junior doctors at Medical College Kolkata regarding this issue and they also that no illogical or unscientific plan can be thrust upon them. Any further hampering of the treatment of non Covid patients and the clinical and academic curricula of junior doctors and students will not be tolerated.
We are not assuaged by verbal assurance alone since the memories of the previous year remain raw still. But we have faith in the authorities. However, we are ready to make necessary protests if anything on the contrary occurs.
#saveMCK
#inclusivenotexclusive