মন ভালো নেই, বৃষ্টি দুপুর,
একলা ভাসা স্রোতে-
নিজেরটুকু ছড়িয়ে পড়ে
অচেনা অন্যতে।
লকডাউন আর আনলকেরই
হারিয়ে যাওয়া পথে
ফুরিয়েছে কেউ, আবার কজন
বাঁচছে কোনোমতে।
একপা বাড়াই, পেছোই আবার
সাতপা হাঁটা বাকি।
সাতপা হেঁটে বন্ধু করার
সম্ভাবনায় ফাঁকি।
জর্জ ফ্লয়েড বা পরিযায়ী
বৃষ্টি নামে চোখে
ঝড়ও নামে, ধ্বংস দেখি
আনত মস্তকে।
বন্ধু, আমার মন ভালো নেই
মন ভালো নেই মোটে।
মন মরা এই সময় কাঁদে
জ্বলন্ত সঙ্কটে।।
খুব ভালো লিখেছেন, লাস্টের চার লাইন বেশী ভালো লাগলো ।
ধন্যবাদ স্বাতী ?
খুব সুন্দর লিখেছেন Sir
অনেক ধন্যবাদ বিকাশবাবু। ❤
অসাধারণ Sir?