ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের শিক্ষামূলক একটি অনুষ্ঠান। কোভিড আবহে মা ও শিশুর স্বাস্থ্য নিয়ে বলেছেন ডা ইন্দ্রনীল সাহা ও ডা সৌম্যকান্তি পন্ডা। সঞ্চালনায় ডা কাঞ্চন মুখার্জী।
অথ অনশন আখ্যান
হাঙ্গার স্ট্রাইক। ভুখ হরতাল। অনশন আন্দোলন। যে নামেই ডাকুন না কেন এটিকে, এই একটি বিশেষ পদ্ধতি বরাবরই ‘সরকার’, ‘শাসক’, ‘রাজা’ র জন্য সবিশেষ অস্বস্তির কারণ।