ডা জয়ন্ত দাসের বই ‘বিবর্তন, আদি যুদ্ধ আদি প্রেম’ এবারের মুজাফফর আহমেদ স্মৃতি পুরষ্কার পেয়েছে। আগামী শনিবার ৫ আগস্ট মহাজাতি সদনে বিকেল ৫ টায় মুজাফফর আহমেদের ১৩৫তম জন্মদিবসের অনুষ্ঠানে এই পুরষ্কার দেওয়া হবে।
প্রসঙ্গত জানাই, ডা জয়ন্ত দাস ‘স্বাস্থ্যের বৃত্তে”-র অন্যতম সম্পাদক, ‘www.thedoctorsdialogue.com’-এর অন্যতম সম্পাদক-মন্ডলী সদস্য। তাঁর এই সম্মানে আমরা গর্বিত।