হর ঘর কাজ কর, বলো স্বাধীনতা,
সব পেট শিখে নিক স্ব-অধীনতা।
যতদিন অনুদানে মিটে যাবে খিদে
মগজের পরাধীন থাকলে সুবিধে।
হর ঘর অক্ষর, শিক্ষার আলো,
স্বাধীনতা, এসো তুমি সে প্রদীপ জ্বালো।
আলেয়াকে আলো ভেবে ঘুরে মরে যারা
কোন পথে রোদ্দুর বুঝে যাক তারা।
হর ঘর ঈশ্বর হোন ফিস স্বর
ধর্ম চেঁচালে হয় দেশ নিঃস্বর।
মাইক লাগে না কোনো পুজো বা আজানে
ক্ষমতা দেখানো ওটা উপাসনা ভানে।
হর ঘর নারী নর একই মান পাক,
একটি বা দুটি শুধু শিশু জন্মাক।
‘বেটি সরাও’ থেকে ভাবনা উঠুক,
যে কটি কন্যাভ্রূণ, সবাই ফুটুক।
হর ঘর সব স্বর ভোটে যাক শোনা,
আর নয় হেরোদের ঘরে লাশ গোনা।
স্বাধীনতা, বলো তুমি নেতাদের গিয়ে
স্বাধীনতা বোঝা যায় বিরোধিতা দিয়ে।
হর ঘর পাক খড় কুটিরের চাল,
রাস্তায় কারো যেন না হয় সকাল।
নিজের ঘরেই পাতা শয্যাতে শুয়ে,
সব লোক ঘুম যাক খেয়ে হাত ধুয়ে।
হর ঘর গড় হোক দেশ-প্রেমীর
চিনে নেবে খালে ভাসা সকল কুমীর।
ধর্মের ভেদে নয় আমি আর তুমি,
সে আমার সাথী যার এ জন্মভূমি।
হর ঘর অ-খবর হোক শুধু ঠোঙা,
যত ফেক টিপ করে ফুঁকে যাক চোঙা।
হর ঘর তবে যাবে এ প্রিয় তেরঙা….