সকলকে নববর্ষের শুভেচ্ছা। 
নবপর্যায়ে স্বাস্থ্যের বৃত্তে আত্মপ্রকাশ করছে ১মে, ২০২৩ শ্রমিক দিবসে।
দ্বিমাসিক পত্রিকা ছিল স্বাস্থ্যের বৃত্তে। মাসের প্রথম দিনেই প্রকাশিত হয় নেহাত কোনো অঘটন না ঘটলে। ২০২০-র এপ্রিল-মে সংখ্যার পত্রিকা তৈরি হয়ে ছাপাখানায় পৌঁছে গেছিল। কিন্তু ২৪ মার্চ ২০২০ তারিখে প্রধানমন্ত্রীর লকডাউন ঘোষণার টিভি-সম্প্রচার হল। ছাপাখানার বন্ধুদের বলতে হল, ছাপা বন্ধ থাকুক আপাতত। কোভিড-১৯ এর আগমন, এবং তারপর প্রথম দফায় ২১ দিনের লকডাউন—আমরা তখনও ভাবছি, হয়তো ২১ দিন দেরিতে বেরবে স্বাস্থ্যের বৃত্তে। অতিমারির রূপ কেউই সেদিন কল্পনা করতে পারেননি, আমরাও পারিনি। কোভিড ও তার পায়ে পায়ে আসা নানা দুর্বিপাকে স্বাস্থ্যের বৃত্তে প্রকাশ বন্ধ থাকে দীর্ঘ ৩ বছর। এর মধ্যে আমাদের ভ্রাতৃপ্রতিম ওয়েব-ম্যাগাজিন ডক্টরস ডায়ালগ-এর মাধ্যমে আমাদের কেউ কেউ মানুষের কাছে পৌঁছানোর কাজটা করেছেন।
অতিমারির মৃত্যু আর মানুষের অকল্পনীয় দুর্দশা আমাদের ব্যথিত করেছে। তার পাশাপাশি অতিমারি ঘিরে সমাজের একদল মানুষের ভূমিকা আমাদের ক্রুদ্ধ করেছে। অতিমারির সময়ে রোগীকে সেবা করার অপরাধে ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের পাড়ায় ও বাড়িতে বাধা দিয়েছিলেন আমাদেরই কিছু সহনাগরিক, প্রশাসন তেমন কার্যকর ভূমিকা নেয়নি। কিন্তু আমাদের সব চাইতে বেশি ভাবিয়েছে আমাদের জনকল্যাণকামী রাষ্ট্রের পদক্ষেপগুলো—কেমন করে রাষ্ট্র তার নাগরিকদের পরিযায়ী বলে পরিত্যাগ করে, নাগরিকদের খাদ্য-চিকিৎসা-জনস্বাস্থ্য সহ সমস্ত পরিষেবার দায় ঝেড়ে ফেলে, সব কিছুতে তালা ঝুলিয়ে দিয়ে প্রদীপ জ্বালিয়ে হাততালি দেওয়াকেই নাগরিক কর্তব্যের পরাকাষ্ঠা বলে ঘোষণা করে! তার প্রতিবাদ জানিয়েই ১ মে শ্রমিক দিবসে আত্মপ্রকাশ করছে স্বাস্থ্যের বৃত্ত। অতিমারিকালে ও তার পরে অন্য নানা মারি কেমন করে বেড়েছে, তা নিয়ে স্বাস্থ্যের বৃত্তে-র এই সংখ্যাতে কিছু আলোচনা থাকবে। আর থাকবে শ্রমজীবীদের স্বাস্থ্য নিয়ে কিছু প্রবন্ধ, ও নানা রোগ, অসুখ ও প্রতিকার নিয়ে একগুচ্ছ লেখা।
২০২৩ এর স্বাস্থ্যের বৃত্তে নবপর্যায় মে-জুলাই সংখ্যা (৫২’তম সংখ্যা) প্রকাশিত হচ্ছে ত্রৈমাসিক হিসেবে। আশা করি আমরা দ্রুত আগেকার অবস্থায় ফিরে যেতে, এবং তাকেও ছাপিয়ে উঠতে পারব।
★আপাতত গ্রাহক করা হচ্ছে না। কী ভাবে পাওয়া যাবে প্রকাশের সাথে সাথে জানানো হবে।