প্রশ্নঃ একটা প্রশ্ন ছিল। বেলা কে যদি ভিটামিন ই তেল মাখাই কিছু হবে ? ওই তেলে নাকি চুল ভালো হয়। ওটা বড় কথা নয়। কিন্তু ওর শরীরে পশম আছে ওগুলোও কি বৃদ্ধি পাবে ?
আজ ২৫ দিন। কিছুই করিনি। স্নান করাই নি। ঠান্ডার জন্য। শুধু গা মুছে দিচ্ছি ১ দিন পর পর।
প্রশ্ন করেছেনঃ নির্ণয়ী,বড়জাগুলিয়া।
উত্তরঃ বাচ্চাদের স্নান করানো এবং তেল মাখানো নিয়ে বেশিরভাগ মা-বাবাই দুশ্চিন্তায় থাকেন। অনেকই মনে করেন স্নান করালে বা তেল মাখালে বাচ্চার ঠান্ডা লেগে যায়।
নাভির নাড়ী না পড়ে যাওয়া অব্দি শুধু গা মুছিয়ে দিন। সেটা চাইলে জন্মের প্রথম দিনেই শুরু করা যায়। নাভি পড়ে যাওয়ার পরে স্নান করানো আরম্ভ করুন। হাল্কা গরম জলে। পা থেকে জল দেওয়া আরম্ভ করে মাথায় সবার শেষে জল দিন। তারপর সবার আগে মাথা পরিষ্কার, নরম সুতির কাপড় দিয়ে মুছিয়ে দিন। প্রথম দিকে দু-তিন দিন ছাড়া স্নান করালেও অসুবিধে নেই। ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে বাচ্চাকে স্নান না করালে অপরিষ্কার চামড়ায় সংক্রমণ হতে পারে।
সুগন্ধী কিংবা অন্যান্য অতিরিক্ত রাসায়নিক বিহীন যে কোনও তেল দিয়ে স্নানের আগে হাল্কা মালিশ করতে পারেন। সাধারণ নারকেল তেলই ব্যবহার করুন। সরষের তেল নিয়ে একটি ভুল ধারণা আছে। অনেকে মনে করেন সরষের তেল মাখালে ঠান্ডা কম লাগে। এই ধারণা সম্পূর্ণ ভুল। বরং, সরষের তেলের ইরিট্যান্ট রাসায়নিক নবজাতকের চামড়ার ক্ষতি করে, অনেকের র্যাশ বেরোয়।
নবজাতকের পশমের মতো চুল বা ল্যানিউগো হেয়ার গর্ভাবস্থার শেষের দিক থেকে কমতে শুরু করে। পরিণত নবজাতকের ল্যানিউগো হেয়ার প্রায় থাকে না বললেই চলে। অপরিণত বাচ্চাদেরই বেশি ল্যানিউগো হেয়ার দেখা যায়। ল্যানিউগো হেয়ার জন্মের কয়েক সপ্তাহের মধ্যে নিজে থেকেই ঝরে যায়। কোনও তেল মাখিয়ে ল্যানিউগো হেয়ার বাড়ে না।
উত্তর দিয়েছেনঃ ডঃ সৌম্যকান্তি পন্ডা
Thanku
ধন্যবাদ