ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম মনে করে তিন বছরে ডাক্তার তৈরি করা সম্ভব নয়।
গ্রামের জন্য তিন বছরের ডিপ্লোমা ডাক্তার আর শহরের জন্য সাড়ে পাঁচ বছরের এমবিবিএস ডাক্তার এমনটা হতে পারে না।
দেড় দশক আগে পশ্চিমবঙ্গের সাতটি মেডিকেল কলেজ থেকে বছরে সাড়ে সাতশ ডাক্তার তৈরি হতেন। এখন পঁচিশটি মেডিকেল কলেজ থেকে বছরে বেরোন প্রায় পাঁচ হাজার ডাক্তার।
তাই ডাক্তারের অভাব নেই, অভাব নিয়োগের।
দু’বছর ধরে নতুন ডাক্তার নিয়োগ হয়নি, দাঁতের ডাক্তার নিয়োগ হয়নি সাত বছর হল। সরকারি শূন্য পদগুলিতে নিয়োগ হোক। নিয়োগ প্রক্রিয়া বছরে অন্তত দুইবার করা হোক।
নিয়োগের সময় নিয়োগ করা হোক স্বচ্ছ বদলিনীতি অনুসারে । গ্রাম ও ছোট শহরের হাসপাতালগুলোর পরিকাঠামোর উন্নয়ন হোক।
এন এম সি পরিদর্শনের জন্য একই শিক্ষক চিকিৎসককে একেকবার এক এক মেডিকেল কলেজে না ঘুরিয়ে মেডিকেল কলেজগুলির শিক্ষক পদে পর্যাপ্ত নিয়োগ হোক।
সরকারী স্বাস্থ্যক্ষেত্রে, জেলা হাসপাতালে, সব ধরনের স্বাস্থ্যকেন্দ্রে কতো শূন্যপদ আছে, কতজন M.B.B.S., কতজন Post-S.R. প্রার্থী চাকরী করতে ইচ্ছুক অথচ রিক্রুটমেন্ট না হবার জন্য বসে আছে এই সমস্ত বিষয় নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুন সরকার।