Autism নিয়ে লেখা বেরিয়েছে খুবই ভালো কথা, কিন্তু autism বুঝতে গেলে যদি আপনারা একটু নগন্য সামান্য মনোচকিৎসক বা psychiatrist বা একটু মনোবিদ বা clinical psychologist দেরও ইন্টারভিউ নিতেন তাহলেই autism-কে বুঝতেও পারতেন আর এতো ভুলভাল একটা লেখাও বের করতেন না! কিন্তু গোটা শিলিগুড়ি শহরে autism নিয়ে কথা বলার মতন একজনও মনোচিকিৎসক হয়তো সাংবাদিক খুঁজেই পাননি, সেই জন্য গোটা article টায় autism এর বাচ্চাদের stigmatize করা হয়েছে আর শিশুদের মা দের blame করা হয়েছে, যেটা শুধুই দুঃখজনক নয়, অমানবিক!!
প্রথমেই বুঝতে হবে শিশুদের হওয়া যেকোনো মানসিক সমস্যাই autism নয়… এখানে বাচ্চাদের intellectual disability, ADHD এবং autism কে সম্পূর্ণ গুলিয়ে ফেলা হয়েছে….!
Autism spectrum disorder একটি neurodevlopmental disorder. যেখানে মূল সমস্যাগুলো হলো – social communication আর interaction এ সমস্যা – মানে বাচ্চা হয়তো ভালোবাসা বা আদরে সেভাবে সারা দেয়না, সম্পর্ক তৈরি করতে সমস্যা অন্য বাচ্চাদের সাথে মেলামেশা করতে চায়না, চোখের দিকে তাকিয়ে কথা বলেনা, অনেক সময় নাম ধরে ডাকলে শোনেনা, একা থাকতে ভালোবাসে, একাই খেলে, সামাজিক মেলামেশার জায়গায় সমস্যা বোধ করে, কথা বলা শিখতে দেরি হয়
আর সেই সঙ্গে কিছু repetitive restrictive behavior – মানে বাচ্চা কিছু বিশেষ movement বারেবারে করে, হাত তালি দেয়া, মাথা নাড়ানো, বসে বসে দোল খাওয়া ইত্যাদি… সেই সঙ্গে routine বা জায়গা পরিবর্তন করতে গেলে বাচ্চার সমস্যা হয়, কিছু কিছু বাচ্চা শব্দ বা আলোর ক্ষেত্রে সহজেই stimulated হয়ে যায়!
Autism মানেই disabilty নয়, অনেক বাচ্চার ক্ষেত্রে যাদের IQ কম থাকে বা severe autism থাকে তাদের অনেকটা বেশি support লাগে, কিছু বাচ্চা যথেষ্ট independant হয় শুধু social relationship এর ক্ষেত্রে সমস্যা থাকে। Autism কে আদৌ কোনো অসুখ বলা উচিৎ নাকি শুধুই একটু অন্য ধরণের মানুষ, সেটা নিয়েই অনেক বিতর্ক আছে। অনেক autistic মানুষের কিছু বিশেষ গুণ থাকে যেমন খুব ভালো স্মৃতি শক্তি, কেউ অংকে তুখোড়!
Autism এর কারণ multifactorial এবং complicated – মানে মা বসে চিপস খাচ্ছিলো আর mobile এ game খেলছিল বলেই বাচ্চা autistic হয়ে যাবে আর মা বসে আলুসেদ্ধ ভাত খেলে আর ধর্মীয় কোনো বই পড়লে বাচ্চা autistic হবেনা এমন সরল ব্যাপারটা নয়। যাই হোক আমাদের সমাজে বাচ্চার পেট খারাপ থেকে, চুল কম সবই যেখানে মা এর দোষ সেখানে এই article টি সেই ফর্মুলা অনুযায়ী একদমই ঠিকঠাক আছে, শুধু article টি বিজ্ঞানসম্মত নয়!!
একটা পরিবারে বাচ্চার যখনই autism বলুন বা ADHD বা যেকোনো অসুখ diagnosis হয় তখন পরিবারের মানুষগুলো ভীষণ উৎকণ্ঠায় ভোগেন, মা নিজেকেই অপরাধী ভাবেন, মা কে পরিবারের তরফে দায়ী করা হয়… এসব ক্ষেত্রে বাবা মা দের অনেক সহানুভূতি এবং সংবেদনশীলতার সাথে আমরা guide করি, সেই সব পরিবারের জন্য এই article টি হৃদয়বিদারক, ভুল তথ্যে ভরপুর একটি বাজে লেখা! আমি জানিনা আদৌ এরা উল্লিখিত চিকিৎসকদের মতামত নিয়েছেন নাকি এমনিই লিখে দিয়েছেন, যদি মতামত নিয়েও থাকেন তবে বাচ্চার Autism এর জন্য মা কে এইভাবে blame করা ভীষণই অনুচিত!