সেই রাস্তায় আবার আমরা ফিরে আসব।
স্লোগানে স্লোগানে মুখরিত সেই রাজপথে শুনব তারুণ্যের গর্জন।
কেঁপে উঠবে আশেপাশের দেওয়ালের ইট গুলো।
কাঁপতে কাঁপতে বলে ফেলবে অপরাধীদের নাম।
রাস্তায়,দেওয়ালে, মনে- লেখা হবে
আরজিকরের নাম।
স্বাস্থ্য ভবনের সেই রাস্তায় এখন কদিন অস্বাস্থ্যকর পোকাদের ভিড়।
সুদৃশ্য লেখা আর ছবির উপর খুনীদের আলকাতরার পোঁচ।
স্বাস্থ্যভবন এখন অস্বাস্থ্যের আঁতুড়ঘর।
এবার ধর্মতলা।
বিশাল ঘড়িটা টিক টিক করে বলছে-
শাসক, তোমার সময় প্রায় শেষ।
একটা একটা করে লুকিয়ে থাকা ইঁদুর
বেরিয়ে আসছে তোমার আলমারি থেকে।
দেয়ালে ফুটে উঠছে তোমার কুকীর্তির দলিল।
আটকাবে কাকে?
মারবে? কতজনকে?
রাত পাহারা দেয় আধজাগা মানুষ।
ভয়ডরহীন বলিষ্ঠ নারী।
অভয়ার অভয় মন্ত্রে তারা বলীয়ান।
তার চোখের রক্তে এদের চোখ খুলে গেছে।
তোমার ক্রুর চোখে চোখ রেখে এরা বলবে-
আমরা আবার ফিরে আসব
সেই রাস্তায়।
তুমি আটকাবে কাকে?