বাইক দুর্ঘটনার পর হাসপাতালে ব্রেন ডেথ যুবকের, করোনার আবহেই অঙ্গদান করল পরিবার
করোনা আবহে রাজ্যে ফের অঙ্গদানের নজির। শুক্রবার রাতে কল্যাণীতে বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হন ভাটপাড়ার বাসিন্দা, পেশায় মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ সংগ্রাম ভট্টাচার্য। বছর বত্রিশের সংগ্রামকে প্রথমে কল্যাণীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে স্থানান্তরিত করা হয় কলকাতার অ্যাপোলো হাসপাতালে। সেখানে গতকাল ব্রেন ডেথ ওই যুবকের। এরপরই অঙ্গদানের সিদ্ধান্ত নেয় মৃতের পরিবার। হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হবে হাওড়ার নারায়ণা হাসপাতালে ভর্তি ১৭ বছরের কিশোরীর শরীরে। একটি কিডনি ও ত্বক যাবে এসএসকেএমে। আরেকটি কিডনি ও যকৃৎ প্রতিস্থাপন করা হবে অ্যাপোলো হাসপাতালেই। কর্নিয়া যাবে দিশা চক্ষু হাসপাতালে। অঙ্গ প্রতিস্থাপনের জন্য তৈরি করা হবে দুটি গ্রিন করিডর।