শ্রাবণের একটি দুপুর
চলে গেছ অনন্ত ঘুমে।
আমার ঘুমের মধ্যে রোজ আসো স্বপ্নের মতো।
প্রতিক্ষণ অলক্ষ্যে ছুঁয়ে থাকো অব্যক্ত
ব্যথা
ভিড়ের মধ্যেও রাখো আনমনা নির্জন একা।
অতীত বলে কি কিছু হয় ?
অনির্বাণ জেগে আছে তোমার চোখের সেই আলো
তখন ছিল না কোনও কফিশপ
পৃথিবীর বিশ্বায়ন , আন্তর্জাল।
তখনও দুদ্দাড় কেঁপে উঠে
দৌড়ে যেতাম মনে মনে।
ভাবতাম, গান শোনাব তোমায়।
আশি বছর কাটল এভাবেই।
ভোর থেকে গাদাগুচ্ছের কাজ আমার।
অক্ষরের ডেডলাইন, সিগারেট,
সবজি কুচনো, নাতনির হোমটাস্ক
আয়না দেখার সময় হবে সেই বিকেলে।
আজ কেন মেঘ করে এল?
আবহাওয়া দফতর বলেছিল চড়া রোদ
থাকবে
ছাদে সারসার জামা কাপড়,
ভিজবে চুপ্পুস হয়ে সেদিনের দুপুরের মতো
আজ কেন ঝিমুনি আসেনি
দু চোখেই জল থই থই!
ঘুমভাঙানিয়া অতীত আমার,
ভুলেই গেছিলাম আজ বাইশে শ্রাবণ!
তোমার অনন্ত ঘুমে চলে যাওয়া।
অঝোরে বৃষ্টি আসবে এখনই !
ছবিঋণ – Soumik Chattopadhyay