রাজনৈতিক খুন গানটি একটা নিরপেক্ষ জায়গা থেকে লেখা। সারাক্ষণ কোন না কোন দলের রাজনৈতিক কর্মী খুন হচ্ছেন। তারা সবাই প্রান্তিক মানুষ। রাজনৈতিক নেতারা ক্ষমতা ভোগ করেন টিভি চ্যানেলের ভাষণ শেষে একসাথে চা খান। মরে শুধু এই সাধারণ মানুষগুলো।এদের মৃত্যুমিছিল বন্ধ হোক।
গানটি গাইতে এগিয়ে এলেন গায়ক, রকস্টার, ডাক্তার, একজন সমাজ সচেতন মানুষ, সর্বোপরি একজন ভালো মনের মানুষ সিধু (ক্যাকটাস)।
যেখানে সেলিব্রিটি রা রাজনৈতিক খেলায় মত্ত সেখানে এইভাবে ওনার এগিয়ে এসে মানুষের জীবনের জন্য গানে গানে আবেদন, রাজনৈতিক দলমতনির্বিশেষে মানুষ খুনের আবেদন আজ পয়লা বৈশাখ প্রকাশিত হল।
গান: রাজনৈতিক খুন
গীতিকার, সুরকার: অনির্বাণ
গায়ক: সিদ্ধার্থশঙ্কর রায়( সিধু)
সঙ্গীতায়োজন, সাউন্ড ইঞ্জিনিয়ারিং এবং ভিডিও: সৌম্য ভট্টাচার্য
হারমোনিকা: অনির্বাণ
রেকর্ডিং : রুপোজ্জ্বল মজুমদার