মা, এই লেখাটা তোমার জন্য। অসংগঠিত ক্ষেত্রে কাজ করা মায়েদের কথা বাদ দিলাম। ওখানে মাতৃত্বকালীন ছুটি একটা উপহাস। সংগঠিত ক্ষেত্রে অবস্থাটার দিকে একবার চোখ বোলানো যাক।
টাটা কনসালটেন্সি সার্ভিস এর কর্মী হলে মাতৃত্বকালীন ছুটি ১৮০ দিন। সরকারি কর্মচারী হলে ১৮০ দিন। চুক্তি ভিত্তিক ন্যাশনাল হেলথ মিশন কর্মী হলে ছুটি ১৮০ দিন। এমনকি অঙ্গন ওয়ারী কর্মী হলে ১৮০ দিন। আর গ্রাম বাংলার অগণিত মা-কে মাতৃত্বের প্রথম পাঠ পড়ানো আশাকর্মীদের মাতৃত্বকালীন ছুটি কেবল ৪৫ দিন।
আজ একজন মহিলা কর্মচারীর ওই ছুটি মঞ্জুর করার সময় মনে পড়ল মা তোমার কথা। কারুর গর্ভ অন্যদের চেয়ে সস্তা। বড় কষ্ট হয়। কিন্তু কিছু করার নেই। নিয়মের বেড়াজালে আটকে আছি। সরি মা, আজকের দিনটাতে এমন একটা মন খারাপের লেখা লেখার জন্য তোমার এই অযোগ্য সন্তানকে ক্ষমা করে দিও।