৮ সেপ্টেম্বর অভয়া ধর্ষণ-হত্যার এক মাস, অভয়ার বিচার না পাওয়ার এক মাস। ৯ সেপ্টেম্বর শুনানি হবে সুপ্রিম কোর্টে।
সুবিচারের দাবিতে আওয়াজ আবারও বিচারালয়ের কানে পৌঁছাতে আমরা সরব হব।
৮ সেপ্টেম্বর ২০২৪ রবিবার বিকাল ৩ টায় নীল রতন সরকার মেডিকেল কলেজ থেকে ধর্মতলা জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল-এর ডাকে মহা মিছিল।
এই মিছিলে যোগ দেওয়ার জন্য সমস্ত স্তরের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, জনসাধারণ, মেডিকেল ছাত্র ও তাদের অভিভাবকদের আহ্বান জানায় জয়েন্ট প্ল্যাটফর্ম। এবং সমস্ত স্কুল, কলেজ, পাড়া যারা বা যে সংগঠনগুলি যে যেভাবে অভয়ার বিচারের দাবীতে গত এক মাস পথে নেমেছিলেন তাদের প্রত্যেককে আহবান জানানো হচ্ছে। জেলায় জেলায় গ্রামে গঞ্জে অনুরূপ মিছিলের আহবান জানানো হচ্ছে।