আমফান রিলিফ শ্রমজীবী প্রয়াস এবং এপিডিআর বারুইপুর ও এপিডিআর ডায়মন্ডহারবার-এর উদ্যোগে পাথরপ্রতিমা থানার অন্তর্গত ক্ষেত্র মোহনপুর ও ব্রজবল্লভপুর এই দুই অঞ্চলে ত্রাণ ও স্বাস্থ্য শিবির সংগঠিত হয় ৬জুন শনিবার, সকাল ১০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত, প্রায় ৪০০জনকে ত্রাণসামগ্রী দেওয়া হয় ও ১০০-র অধিক মহিলা-পুরুষের চিকিৎসা করা হয়। যে সমস্ত শুভানুধ্যায়ী এই পর্বে সহযোগিতা করেছেন তাদের কাছে আমাদের উদ্যোক্তাদের তরফ থেকে ধন্যবাদ জানাই বিশেষ করে “ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম” ও “শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ”-এর উদ্যোক্তাদের প্রতি রইল আমাদের আন্তরিক ধন্যবাদ।
আমফান রিলিফ শ্রমজীবী প্রয়াস-এর পক্ষ থেকে শুভাশীষ ঘোষ লিখেছেন।