??????????????????????????????
ফলেদের দলে আজ জোর মিটিং চলছে। আনারস’কে শো-কজ করা হয়েছে। তাকে তিরষ্কার করে, দল থেকে বহিষ্কার করা হয়েছে। আনারস বলার চেষ্টা করেছিল, ওই ঘটনায়, তার কোন দোষ নেই– অন্যের কর্মফল তাকে কেন ভোগ করতে হবে! কিন্তু ‘আম, কাঠাল, আপেল’কে নিয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটি, তাতে কান দেয়নি। আঙুর, লিচুর মতো ছোটো ফলেরা, আনারসের হয়ে বলার চেষ্টা করেছিল; কিন্তু ছোটদের কথা আর কে’ই বা শোনে! ফলেদের নেতা বলেছে, মানুষদের বিরুদ্ধে ফলেরা এক্ষুণি কিছু বলতে পারবে না কারণ মানুষেরা ‘সুপার পাওয়ার’। আগে ফলেদের আত্মনির্ভর হতে হবে– তারা আপন খেয়ালে, বনে জঙ্গলে বেড়ে উঠবে– মানুষের সাজানো বাগানে আর নয়। কিন্তু মানুষদের বাজারে যে ফলেরা ভালো বিকোয়, তাদের এই সিদ্ধান্ত বিশেষ পছন্দ হয় নি।
আজ সবজিদের দলেও একটা মিটিং হয়েছে। ওদের অনেকেই আনারসকে সবজিদের মধ্যে নিতে চাইছে। কিন্তু কিছু সবজির এতে আপত্তি আছে, কারণ ফল আর সবজি– এই দুটো দলের মূল্যবোধ আলাদা। কিন্তু সবজিদের নেতা বলেছেন– যে ‘বোধ’,’মূল্য’ দিয়ে ‘কেনা’ যায় তাই’ই ‘মূল্যবোধ’, ওসব নিয়ে বেশি ভেবে লাভ নেই। তাছাড়া আজকাল বড়ো হেটেলের শেফ’রা আনারস দিয়ে চিকেন রাঁধে-আর যাকে চিকেন দিয়ে রাঁধা যায়, সে প্রায় সবজি-ই হোল।
টিভি চ্যানেল’গুলো এই নিয়ে মিনিটে মিনিটে ব্রেকিং নিউজ দিচ্ছে। আনারসের ভবিষ্যত নিয়ে চলছে জোর জল্পনা-কল্পনা।
আমাদের কাছে শেষ খবর এসেছে, আনারস মনের দুঃখে গরম জলে ঝাঁপিয়ে প্রাণ দিয়েছে। মরেও আনারসের নিষ্কৃতি নেই। গরম জলে মৃত আনারসের দেহ ভালো করে চটকে,নুন-চিনি মিশিয়ে বাজারে ‘আনারসের চাটনি’ নামে বিক্রি হচ্ছে।
বাস্তবের সাথে এই গল্পের কোনো মিল খোঁজার চেষ্টা করবেন না।
???