তবু লড়ে যায় ওরা!
তবু লড়ে যায় ওরা!
দশ মাস হল।
প্রায় তিনশত দিন।
বিচারের আশা,অতি ক্ষীণ
তবু লড়ে যায় ওরা!
বল এমন করে কি নিরাশ হবে বিচার চাইছে যারা?
নারীর গর্ভে জন্ম নেওয়া, দুগ্ধ পানেই জীবন পাওয়া মায়ের কোলেই বড় হওয়া
তবু, কোথায় নারী সম্মান।
নারী হওয়ার দোষেই তাকে,
দুর্নীতির এই নোংরা পাকে
কেড়েই নিলো জীবনটাকে, হারিয়ে গেল প্রাণ।
তবু লড়ে যায় ওরা।
বল এমন করে কি নিরাশ হবে বিচার চাইছে যারা?
রাতদিন পড়ে, সুখ সখ ছেড়ে, আহ্লাদ ঝেড়ে,
বেড়ে ওঠা মেয়ে।
চোখে চোখ রেখে গর্বিত বুকে, মেধার নিরিখে, ডাক্তারি শিখে,
হায়! সমাজ মানে নি তারে, হারিয়েছে বারে বারে।
তবু লড়ে যায় ওরা!
বল এমন করে কি নিরাশ হবে বিচার চাইছে যারা?
অবিচার হয়ে চলে, ঘটনায় চোখ খোলে,
ভ্রুণ হত্যার, ঘরবন্দির, পণের বিয়ের ছলে, মরছে রোজ মারছি রোজ,
দিন যায় দিন আসে, ক্ষমতার, লালসার পদতলে মেশে, ওদের স্বপ্ন, আশা, ভরসা।
তবু লড়ে যায় ওরা!
তুমি বোঝনা? যুগ যুগ ধরে হায়। নিজের ভাগের চায়,
সমতার সাধ চায়, সমসেবা দিতে যায়, তবু শুধু দিয়ে গেল,
পরিনামে কিবা পেল?
ধর্ষিতা, নির্যাতিতার স্থান?
ধর্ষক আজও, খোলা মাঠে ঘোরে, নিয়ে মেকী সম্মান।
তাও আলো দেখি। আজও আশা রাখি, জানি
তবু লড়ে যাবে ওরা! তবু লড়ে যায় ওরা!