পিচ কামড়ে পড়ে থাকতে হবে কমরেড! এসময় শিরদাঁড়া গুটিয়ে নিলে চলে!!!!!!
মন কে বোঝাচ্ছি!!! এখনো অনেক কাজ বাকি।
একে একে বিদায় নিচ্ছেন চেনা-অচেনা পরিজন। পড়ছি, চিতা জ্বলছে- জ্বলছে না- নেভা, নাছোড়বান্দা ক্ষুধার্ত বহ্নি। জিভ বাড়িয়ে ক্রমশ গ্রাস করছে পৃথিবীর আত্মজনদের। চোখ বুঝছি, শিউরে উঠছি। ধ্বংসের মুখোমুখি আমরা।
জ্বরের ঘোরে কিনা জানিনা!! চারপাশে এক প্রলয়ঙ্কর মহাকালের নৃত্য। জ্বর শ্বাসকষ্ট- অক্সিজেন স্যাচুরেশন- প্যারাসিটামল থেকে কিটের জন্য হাহাকার- কোভিড টেস্টের জন্য পরপর স্লট বুক করা।
ভয় থেকে অন্য ভয়। দমবন্ধ প্রাণরোধী দিশেহারা ভয়। নিজের জন্য নয়—- চারপাশের বট গাছ গুলোর জন্য, মায়ায় জড়ানো ছায়ার সম্পর্কগুলো জন্য, আমার চারপাশের চারাগাছগুলোর জন্য।
বাবা আর ভাইয়ের বউ কোভিদ পজিটিভ। মা- দিদা-কাজের দিদি- আমার জ্বর, পেটব্যথা, ডায়ারিয়া, বড়মাসির শ্বাসকষ্ট। বাড়ির ছোট্ট এক মাসের বাচ্চাটা মায়ের কাছ-ছাড়া। ওরও রিপোর্ট করা হয়েছে।
শুধু আমার বাড়ির নয়, এমন হাল আমার বাড়ির বাইরের বৃহত্তর পরিবারের, হাজার-হাজার চেনা-অচেনা না জানা মানুষদেরো। চিকিৎসা -শুশ্রূষা- প্রয়োজনীয় ঔষধ- পুষ্টিকর খাবার কার ভাগ্যে কি জুটছে জানিনা!! রাষ্ট্র তো সমস্ত দায় ঝেড়ে দুই হাত তুলেই দিয়েছে। শুধু এটুকু বলার, নিয়ম মানুন।
দয়া করে সবাই মাস্ক পড়ুন, নিয়মিত হাত ধুন, স্যানিটাইজার ব্যবহার করুন। সুযোগ থাকলে ভ্যাকসিন নিয়ে নিন। রাষ্ট্রের কাছে ভ্যাকসিন এর জন্য প্রশ্ন করুন, প্রশ্ন করুন নিজের চিকিৎসা পাবার অধিকারের জন্য। মনে রাখবেন আপনার স্বাস্থ্যের দায়িত্ব কিন্তু সরকারের। ?