এ পর্বে আমরা একটু দেখে নি ভারতের স্বাস্থ্য ব্যবস্থা, ওষুধ শিল্পের বর্তমান অবস্থা ও পৃথিবীর অর্থনীতি রাজনীতি কাদের হাতে।
ভারতে ওষুধ শিল্পের বার্ষিক বাজার ২১৯৭৫৫ কোটি টাকা(২০১৬-১৭) যার মধ্যে ১১২১৩৭ কোটি টাকা দেশীয় বিক্রী ও বাকি আন্তর্জাতিক বাজারে বাল্ক ড্রাগ, ফর্মুলাশন এসব রপ্তানি করে। এই দেশের ৩০% বাজার পেটেন্টেড ওষুধের নিয়ন্ত্রণে। আমাদের দেশ থেকে প্রায় ২০০ দেশে ওষুধ রপ্তানি হয়। এ দেশের ১৩০০ ওষুধ উৎপাদক কারখানা WHO অনুমোদিত, ২৬২ টি USFDA অনুমোদিত যা বিশ্বে অন্যতম। UNICEF-এর ৬০% টিকা বা ভ্যাকসিন আমাদের দেশ থেকে সরবরাহ করা হয়। পৃথিবীর মেডিক্যাল ট্যুরিজম এর ১৮% ভারতের দখলে যার পরিমাণ ৬ লক্ষ বিলিয়ন মার্কিন ডলার।
আমাদের দেশে মোট ২০৬৯৫৪০ স্বাস্থ্যকর্মী আছেন। মোট চিকিৎসক ৮১৯৪৭৫ জন যার মধ্যে ৬৩২৪২৪ জন মাত্র এলোপ্যাথিক, ১১০২৮৩ জন আয়ুর্বেদিক, ৬৬৪১৬ জন হোমিওপ্যাথিক চিকিৎসক আছেন। ২৩১৪৩৮ হন ফার্মাসিস্টের মধ্যে ৮.৩ % ডিগ্রিধারী। এ দেশে চিকিৎসক রোগীর অনুপাত মাত্র ১:১৮০০। এ দেশে ৮.৫ লক্ষ ওষুধের দোকান ও ৩০০০-এর মত ওষুধ কোম্পানি আছে যাদের ১০৫০০ টি উৎপাদক কারখানা আছে।এ দেশে সেবিকা ও ধাত্রীর সংখ্যা ৬৩০৪০৬। আমাদের দেশে ছয় লক্ষ চিকিৎসক ও কুড়ি লক্ষ নার্সের অভাব আছে যা আজ প্রকট হয়েছে। অত্যন্ত বেদনার সাথে উল্লেখ করব করোনা মহামারীর এই বিপদের দিনে করোনা যোদ্ধা হিসাবে যারা লড়াই করছেন তাদের দুই শতাধিক সাথী চিকিৎসক প্রাণ হারিয়েছেন। নার্স ও বাকিদের ধরলে সংখ্যা অনেক।
‘ That ‘s the standard technique of privatization; de-fund, make sure things don’t work, people get angry. You hand it over to private capital.’~ Noam Chomsky আমাদের সরকারগুলি ঠিক এইভাবে দেশের স্বনির্ভরতা ধ্বংস করে দেশের কতিপয় শিল্পপতির অভাবনীয় মুনাফা লাভ ও অর্থনীতিতে ফাটকা পুঁজির উত্থান।
রাতারাতি কয়েকশ কোটি টাকা উপার্জন ও তার বিনিময়ে বিপুল দুর্নীতি আজকের সময়ের বৈশিষ্ট্য। কি ভাবে? এখানেই আসবে গোটা পৃথিবী যাদের অঙ্গুলিহেলনে চলছে তাদের সাথে পরিচিত করার পালা।
দেশের সরকারের নীতি কি হবে বা আপনি এই মুহূর্তে ঠিক কি রঙের পোশাক পড়বেন বা কি নিয়ে আলোচনা করবেন তা সব যারা ঠিক করে দেন সেই মহা শক্তিধরদের বৃত্তান্ত। তারা মেঘের আড়ালে ইন্দ্রজিতের মত। তেনারা আছেন কিন্তু দেখা যায় না অশরীরী কিন্তু পুঁজিবাদের আত্মাস্বরূপ। পৃথিবীর সর্বশক্তিমান বহুজাতিক বা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো। সেই ১৬০২ সালে ডাচ বা ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ( ৩১ শে ডিসেম্বর ১৬০০সাল থেকে কি ১৮৭৪ সাল) হাত ধরে যে বহুজাতিক সংস্থার জন্ম আজ তারা বিশ্বে মহাক্ষমতাধর।রয়্যাল আফ্রিকান কোম্পানি যারা আটলান্টিক দাস যোগান দিত বা পশুর সাথে কালো মানুষ শিকার করত, যে কোন উপায়ে পুঁজির উপচিতি বা আহরণ, নির্বিচারে লুট, রাষ্ট্রের সকল প্রভাবশালী মানুষকে অর্থ, ভোগ বা অন্য কোন লোভের বশবর্তী করে কাজ হাসিল করত এ সব আমরা অতীতে দেখেছি।
সংজ্ঞা বলছে’ A multinational corporation (MNC) is usually a large corporation incorporated in one country which produces or sells goods or services in various countries. ‘ এদের জাল অক্টোপাসের মত বিশাল বিস্তৃত হয় কিন্তু কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত। যেমন পৃথিবীর সবচেয়ে বড় ভোগ্যপণ্যের কোম্পানি ইউনিলিভার। হেড কোয়ার্টার রোটারদাম, নেদারল্যান্ড। ১৯০ টি দেশে বিস্তৃত বহু সাবসিডিয়ারি। ভারতে যেমন হিন্দুস্তান লিভার। বার্ষিক আয় ৫০৯৪২ বিলিয়ন ইউরো।(২০১৮)।
পৃথিবীর ওষুধ শিল্প তেমন বেশ কিছু বহুজাতিক ওষুধ কোম্পানির কব্জায়। এদের অতীত কি? লিখব পরের পর্বে।
তথ্যসূত্র:
1.https://www.wonderslist.com/10-popular-companies-profited-nazis/
2. Government’s policies and growth of pharmaceutical industry in India 1947-2018 :A review discussion paper prasanta Kumar Ghosh published by RIS (Research and Information System for developing Countries)
3. Federation of Medical and Sales Representatives’ Associations of India news and conference documents Patna 2019
4. Shyamal Chakroborty ঐতিহ্য উত্তরাধিকার ও বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র সাহিত্য সংসদ প্রকাশিত দ্বিতীয় মুদ্রণ 2011 সাল
5. অসুস্থ ওষুধের জগত Association of Health Service Doctors of West Bengal Medical and Sales Representatives Union লেখক ডাঃ তাপস সেন শ্রী অমিতাভ গুহ এপ্রিল 2008
6 পেটেন্ট কাহিনী আমরা যেখানে দাঁড়িয়ে লেখক অংশুতোষ খাঁ ও শ্যামল চক্রবর্তী
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আগস্ট 2006
7. প্রাচীন ভারতে শল্য চিকিৎসা লেখক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় মৌলবাদ ও বিজ্ঞান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ
8. সাবধান জীবানুরা নিকটেই আছে! মৃত্যুঞ্জয়প্রসাদ গুহ জ্ঞান বিচিত্রা প্রকাশনী জানুয়ারি 2006
9. Pharmaceutical Industry in India wikipedia
10. বিশ্বায়ন ভাবনা দুর্ভাবনা সম্পাদক অমিয় বাগচী অমিতাভ গুহ 2002 প্রকাশক ন্যাশনাল বুক এজেন্সি
11. পেটেন্ট কাহিনী আমরা যেখানে দাঁড়িয়ে লেখক অংশুতোষ খাঁ শ্যামল চক্রবর্তী পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ
12. সবার জন্য নয় ভারতের স্বাস্থ্য ব্যবস্থা dw.com
13. National Family Health Survey 65 (NFHS-4) Ministry of Health and Family Welfare 2015-16
14. What are APIs and how they threaten India’s status of a ‘pharmacy of the world’ Himani Chandna The print 26th February ,2020
15 .The health workforce in India Human Resources for Health Observer – Issue No. 16 WHO
(চলবে)