বিজ্ঞানকথা গ্রুপে একজন প্রশ্ন করলেন:
- সাইনুসাইটিস এর বেস্ট চিকিৎসা কি?
- ডক্টররা এলার্জি আর ইনফেকশনের ওষুধ প্রেসক্রাইব করেন, সাথে নেশাল স্প্রে দেন। কিন্তু যদি কোনো কমপ্লিকেশন থাকে যেমন অস্টিয়া ব্লকড হয়ে আছে, বা সাইনাস কেভেটির লাইনিং ইনফ্লেমড হয়ে ফুলে আছে তখন তার বিকল্প উপায় কি আছে?
- ডক্টররা সাইনাস সার্জারি করাতে বলেন কিন্তু সার্জারি ছাড়া কোনো বিকল্প রাস্তা আছে??
- যদি না থাকে তাহলে সার্জারি করার সময় বা করার পরে কোনো পেইন ফিল হয় কি??
- সার্জারি করালে সাইনাসের সমস্যা থেকে মুক্তি পাবো জানি কিন্তু সার্জারি নাম শুনলে ভয় লাগে। যদিও মাইনর সার্জারি তাও ভয় লাগে। এই বিষয় এ কারো কোনো অভিজ্ঞতা আছে কি?? থাকলে দয়া করে শেয়ার করো।।
আমার উত্তর:
অ্যালার্জির কারণে মিউকাস বেশি তৈরি হয় আর সেই মিউকাস সাইনাসের থেকে বহির্গমনের রাস্তা আটকে বেরোতে না পারলে সাইনুসাইটিস হয়। মিউকাস বেরোনোর রাস্তায় বাধা সেটা কিছুটা মিউকাস আবরণ ফুলে থাকা আর হাড়। নুন জল দিয়ে জলনেতি, নাকের স্প্রে, এলার্জির ওষুধ দিয়ে মিউকাস আবরণ সংকুচিত করে ভালো থাকা সম্ভব। সমস্যা হচ্ছে নুনজল দিয়ে জলনেতি দীর্ঘদিন করা গেলেও, স্প্রে কিংবা ওষুধ সারাজীবন নেওয়া/ খাওয়া সম্ভব নয়, উচিত নয়। তাই যারা নুনজলে জলনেতি করে ভালো থাকেন থাকুন, নইলে ছোট এন্ডোস্কোপি করে ওই সাইনাসের মধ্যে মিউকাসের বহির্গমনের রাস্তার হাড় কেটে পাকাপাকি ভাবে বড় করে দেওয়া সম্ভব। ব্যথা হয় না বললেই চলে। একরাত হাসপাতালে আর নাকে ঠান্ডা লাগলে যেমন বন্ধ ভাব থাকে, জল পড়ে এরকম চলবে সপ্তাহ খানেক কি দুয়েক। দুটো জিনিস মনে রাখা উচিত রক্তে এলার্জি অপারেশন করে যাবে না। দুই, এটি গল ব্লাডার বা এপেন্ডিক্স অপারেশন নয় যে বাদ দিয়ে দিলে মিটে গেলো। সাইনাসের সার্জারি সাইনাসের মিউকাস প্রবাহ সঠিক পথে চালনা করে। তাই ফল পেতে তিন থেকে ছয় মাস লাগতে পারে। কে কতটা উপকার পাবেন সেটা ডাক্তারই বলতে পারবেন। তাই অপারেশনের আগে অবশ্যই এই বিষয়ে কথা বলে নেওয়া উচিত।
আর একটা কথা , দীর্ঘদিন সাইনুসাইটিস থেকে ভুগলে সাইনাসের ছত্রাক সংক্রমণ হতে পারে অথবা জীবাণুর বায়োফিল্ম তৈরি হতে পারে। এগুলি কোনদিন কোন ওষুধে যাবে না। এগুলো ভালো জিনিষ নয়, এবং সার্জারি ছাড়া যাবার নয় ।