জানি না ডেঙ্গু বললে, পুলিশ ধরে কি না আজকাল!
না কি অজানা জ্বর বলতে হবে!
প্রবীণ চিকিৎসক, অক্ষর-সিদ্ধ কবি অরুণাচলদাকে তো চাকরি থেকেই বরখাস্ত করা হয়েছিল ওই শব্দটা লেখার অপরাধে!
আমার অবশ্য যাওয়ার মত একটা চাকরিও নেই!
তাই ডেঙ্গুই লিখলাম!
কত মানুষকেই তো চিনি না! ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট এসে পড়ে থাকে অজান্তে, তারপর তামাদি হয়, ফিরে যায়!
অনির্বাণ হাজরাকে আমি ব্যক্তিগত ভাবে চিনতাম না। বেলেঘাটা আই ডি হাসপাতালের এই আধিকারিক হারিয়ে গেলেন ডেঙ্গুর থাবায়!
মাত্র বিয়াল্লিশ!
এটা কি চলে যাবার একটা সময় হলো ভাই!
আজ সকালে তাঁর গত কয়েকদিনের কয়েকটা ফেসবুক পোস্ট দেখে মনটা খারাপ হয়ে গেল!
এই পোস্টগুলি করার সময় অনির্বাণ তো জানতেনই না যে…