বিশ্ব কবিতা দিবসে লেখা
—————————
দিন ফুরালে হিসেব-নিকেশ শেষে
শূন্য ঘরে বাজতে থাকে সেতার।
সকল তারের বাঁধন ছিঁড়ে
স্তব্ধ ব্যথা হৃদয় ফুঁড়ে
প্রশ্ন করে, এ জগতে কে কার?
ব্যথার পাথর মনের উপর চাপা
কাঁটা তারের বেড়া বোঝায় সে তার।
এদেশ-ওদেশ একই বাতাস
একই মাটি,একই আকাশ
মানুষ কেবল বাড়িয়ে তোলে প্রাকার।
হাহুতাশ তো মনের পিছে লুকায়
দুঃখ, ব্যথা সবই একই প্রকার।
রক্ত সবার নীল হয়েছে বিষে
সে বিষ ঝেড়ে মানুষ হবে কিসে?
মানুষ মানে শুধুই কি তার আকার?
ঝড় আসছে দেশের আকাশ জুড়ে
কাঁটা-তারেও লুকিয়ে আছে তার।
মন মারছে অবিশ্বাসের বিষ
কানে কানে ছড়ায় সে ফিসফিস
বাজবে কবে স্তব্ধ হওয়া সেতার?