বিনা কথোপকথনেই কাটিয়ে দিতে পারি দুই দিন
দুই দিন মানে
দুই হাজার আটশো আশি মিনিট
দুই দিন মানে
একশো আশিটি দলে যাওয়া ফুল
দুই দিন মানে
আশিজন অন্নদাতার লাশ
এই ভারতবর্ষে আমি দুই দিন টিভি দেখি না কাগজ পড়ি না
শুধু দাঁতে দাঁত চেপে সময় কাটিয়ে যাই
সব কিছু ঠিক ভুলে যাবো
সব কিছু ঠিক ছেড়ে যাব
ভাবতে ভাবতেই
হঠাৎ জানতে ইচ্ছে করে সকলে কেমন আছে
দুই দিন কিছুই ভোলাতে পারে না।