শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ এবং WBDF এর তরফ থেকে আম্পান স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছিল বারাসাত কৃষ্ণনগর রোডে, কামদেবপুর গ্রামের প্রাথমিক স্কুলে। উপস্থিত ছিলেন
ডাঃ পুণ্যব্রত গুণ
ডাঃ বিজন টুডু
ডাঃ রাতুল ব্যানার্জি
ডাঃ রাহুল দেবনাথ
ডাঃ সায়ন্তন দাস মজুমদার
ডাঃ সায়ন্তন মুখুটী
সঙ্গে শ্রমজীবী নারীমঞ্চের উদ্যোগে ৭০ টা পরিবারকে ডাল, সোয়াবিন, ডিম, তেল, আলু দেওয়া হয়। আগে আদিবাসী পাড়ার ৬০ টি পরিবারকে চাল, ডাল, তেল, আলু সোয়াবিন দেওয়া হয়েছিল আম্ফানের ক্ষয়ক্ষতির পর।
সেচ্ছাসেবী হিসেবে ছিলেন দীপক দা, কাকলি দি, পিয়ালী দে বিশ্বাস, মুনমুন, দেবপ্রিয়া রায়, তৃষা সেন, সমতা ভৌমিক, তৃষ্ণিকা, সাহানা খান।
এই বয়সে এসে প্রথম আমি ডাক্তার হিসেবে গর্বিত বোধ করছি ।