মেড ইন চায়না, এই দেশ চায় না,
এরকমই শুনে চলি রাজনীতি বায়না,
মনমাঝি খাবি খায় নানাবিধ ভাবনায়
নিষিদ্ধ করা বুঝি রাষ্ট্রের দায় না?
পিন থেকে হস্তী, প্রাসাদ বা বস্তি
সবখানে চিনা মাল, কাকেই বা দোষ দি।
আমদানি যারা করে রাজকোষে ট্যাক্স ভরে
লাদাখের ফাঁকে চালু ব্যবসায় দোস্তি।
যদি দেখো আয়না চোখ খুঁজে পায়না
শুদ্ধ স্বদেশী কিছু যাতে নেই চায়না।
মার খাবে মেশিনেই ওইখানে দেশি নেই
রাজনীতি কেন জানি সেসব দেখায় না।
সব হোক দেশীয় স্বপ্ন না বেশি ও,
শুধু সেই ভাবনাতে বাস্তব মিশিও
এত হই হই রব কারখানা কই সব
বাড়ে শুধু প্রতি লাখে বেকারের রেশিও।
বয়কট চায়না, দুম করে হয়না
খামোখাই বুলি দেয় রাজনীতি ময়না
বল্লভ সর্দার , চীনে স্টিল অর্ডার
যে মূর্তি আধুনিক ভারতের গয়না।
সব কিছু দেশী হোক দাবী তোলে কত লোক
উপায় জানতে গেলে কেউ কথা কয়না।