( মৌসুমী ভৌমিকের গানের অনুপ্রেরণায় আম্পানের সময় লেখা।)
বহমান অতিমারি
বাসুকির ছোবলেতে
নোনাজলে ভেসে গেছে
ধানজমি ঘরবাড়ি।
শুনেছি তোমরা নাকি
চাল ডাল তেল নিয়ে
ভেসে যাওয়া দ্বীপে দ্বীপে
পাড়ি দিয়েছো।
দেখেছি তোমরা সব
স্রোতের উল্টো গিয়ে
তোমরা তোমরা মিলে
ডানা মেলেছো।
জেনেছি তোমরা সব
হাতে হাত ধরে রেখে
লড়ে যাওয়া মানুষের
পাশে থেকেছো।
আমি ভাঙ্গাচোরা মন নিয়ে
অযথা স্বপ্ন দেখি
অচেনা ভয়ের ত্রাসে
ঘরেতে আটকে থাকি
ছেঁড়া ছেঁড়া কথা ভাবি
বেরোতে পারি না।
তোমরাই আশা দিও
আবার সকাল এনো
ভেঙ্গে পড়া আমাকেও
পারো যদি সাথে নিও।
খুব ভালো লাগলো। তবে ৩ই প্যারাগ্রাফ টা একটু পরিবর্তন কি করা যায়
“আমি ভাঙাচোরা মন নিয়ে
অনেক স্বপ্ন দেখি
তবু অজানা ভয়ের ত্রাসেও
বাইরে বেড়িয়ে পরি
তোমাদের হাতে হাত রেখে
যুদ্ধে নেমে পরি।।
সকলকে আশা দেবো
আমরাই সকাল আনবো
ভেঙে পড়া সমাজকে
নতুন ভাবে গড়ে তুলব
তোমরা আমার কথা
গভীর ভাবে ভেবে দেখো
এক নতুন পৃথিবী গড়ে তুলি।।