অন্যক্ষেত্রর অকবিতা
চোখ যে নেই তা নয় চোখ যে নেই তা নয়
দেখি তো অহরহ,
কান যে নেই তা নয়
শুনি তো অনর্গল,
মুখ যে নেই তা নয়
শুধু প্রতিবাদী কণ্ঠস্বরের কল্পনাতেই হাড় হিম হয়ে যায়।
হাত যে নেই তা নয়
হাত পাতি তো বরাবর,
পা যে নেই তা নয়
পালিয়ে তো যাচ্ছি বারংবার,
মেরুদণ্ড নেই তাও নয়
শুধু রুখে দাঁড়ানোর ভাবনাতেই রাতের ঘুম উড়ে যায়।
বাগানের গাছ বা অরণ্যের বৃক্ষের কাছে
না শেখাই রয়ে গেল মাথা তুলে দাঁড়াবার পাঠ।
ফল যে দিই না
তা নয়,
ফুলের রঙ ও গন্ধ
যে একেবারেই অপ্রকাশিত, অনিসৃত রয়ে গেল
তা নয়।
শুধু পিঠ সোজা রেখে আলোর অভিমুখে
বেড়ে ওঠার কথা ভাবলেই
গায়ে জ্বর, মনে জ্বরা আর শিরদাঁড়ায় ঠাণ্ডা স্রোত।
বুক চিতিয়ে আকাশের দিকে তাকিয়ে
কথা বলার স্পর্ধা
একেবারেই ছিল না
তা নয়।
তবু ভ্রূণেই নষ্ট হল
রোজ-রোজ
বিষাক্ত মাটি, দূষিত জল আর দুর্গন্ধী বাতাসে।
২৬/০৭/২০২২