তুমি আমার ছেঁড়া জামার
একটা অটুট বোতাম
ঈর্ষা হচ্ছে, আমিও যদি
তোমার মত হতাম।
শতচ্ছিন্ন, শীত ঢাকে না,
চেষ্টা তবু জারি।
যে টুক সাধ্য, ঢাকবে একা
মৃত্যু মহামারি।
মনকে বোঝাই এ সব চিন্তা
ভাবের ঘরে চুরি
এই চেষ্টায় লাভ কিছু নেই…
মগজে ফুস্কুড়ি।
তার চাইতে আখের গোছাই।
স্থাবর ও অস্থাবর
জমিয়ে রাখি। সময় হলে
কাটব বসে জাবর।
আর পাঁচজন যেমন বাঁচে
নিছক মধ্যবিত্ত,
লাভের লোভে আটকে জীবন,
দোদুল্যমান চিত্ত।
নীতির দোহাই কেন যে দিই
সে প্রশ্নটা ভিন্ন।
শীত ঋতুতে নীতির জামা
নেহাত শতচ্ছিন্ন।
তুমি আমার ছেঁড়া জামার
একরোখা এক বোতাম
ঈর্ষা হচ্ছে, আমিও যদি
তোমার মত হতাম।
ভালো লাগলো, স্যার।
আমার আবার আপনাকেই ঈর্ষা হয় স্যার।?
একরোখা সেই বোতাম আপনি / ছেলের ছেঁড়া ভাষ্যে / নিজের ক্থাই বললেন তো/ লাজুক মৃদু হাস্যে :/হাতে আছে স্ক্যালপেল, আর/ ঠোঁটের ডগায় পদ্য /একরোখা এই মানুষটিকে/ শ্রদ্ধা জানাই অদ্য ।।