সঞ্জয়ের ফাঁসির রায় হয়নি কেন তা নিয়ে অনেকে উষ্মা প্রকাশ করছেন। অনেকে বলছেন ফাঁসিতে কারা সবচেয়ে লাভবান হবেন?
সঞ্জয়ের ফাঁসির রায় হয়নি কেন তা নিয়ে অনেকে উষ্মা প্রকাশ করছেন। অনেকে বলছেন এই রায় শকিং। যাঁরা বিশ্বাস করেন এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র তাঁরা একই সঙ্গে হঠাৎ করে সঞ্জয়ের ফাঁসি চাইতে পারেন না। ভেবে দেখা দরকার সঞ্জয়ের মৃত্যু হলে সবচেয়ে লাভবান হবে কারা?
এটা আমরা সবাই এখন জানি অভয়া খুন ধর্ষণ ঘটনার তদন্ত বলে এ তাবৎ যেটা চালানো হয়েছে সবটাই আসলে সত্যকে চাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা। সঞ্জয়ের ফাঁসি হয়ে গেলে সেই বিষয়টিই আরও সুচারুরূপে করা যাবে। ওই রাতে ঠিক কী ঘটেছিল সেটা বোধহয় সবচেয়ে ভালো বলতে পারবে সঞ্জয়।
সঞ্জয়কে এই খুন আর ধর্ষণের ঘটনায় একমাত্র দোষী হিসেবে দেখানো এবং যত দ্রুত তার ফাঁসির রায় বের করে আনা একই সঙ্গে সিবিআই এবং মুখ্যমন্ত্রী উভয়ের কাছে তাই পরমকাঙ্খিত। উচ্চতর. আদালতে সঠিক তদন্তের আবেদন নিয়ে নয় শুধুমাত্র সঞ্জয়ের ফাঁসির দাবি নিয়ে যে বা যাঁরা ছুটবেন বুঝতে হবে তাঁরা বৃহত্তর ষড়যন্ত্রের পক্ষেই আসলে রয়েছেন।