এ তো আপনাদের নতুন করে জানানোর কিছু নেই, যে, গত ২৫শে জুন, অনির্বাণ, আচমকা আমাদের ছেড়ে চলে গিয়েছে। অনির্বাণ যে আমাদের কতখানি প্রিয় ছিল – সে যে আমাদের, এবং আপনারও, কতখানি আদরের ছিল – সেকথাও আপনি জানেন।
তার বুদ্ধিদীপ্ত চোখের ঝিলিক, তার সংক্রামক হাসি, সর্বদাই নিত্যনতুন পরিকল্পনা, অফুরান এনার্জি – গিটার হাতে যখন-তখন গাইতে বসে যাওয়া – ২৫শে জুন, আচমকা, সবকিছুতে পূর্ণচ্ছেদ পড়ে গেছে।
আমরা স্তম্ভিত। আমরা বিধ্বস্ত।
আমরা বিশ্বাস করতে পারছি না, অনির্বাণ আমাদের মধ্যে নেই।
আমরা বিশ্বাস করি, অনির্বাণ আমাদের মধ্যেই আছে।
বিশ্বাস করি, অনির্বাণের মৃত্যু নেই।
বন্ধুরা, আগামী চোদ্দই জুলাই, রবিবার, দুপুর দুটোয়, রোটারি সদনে আমরা সবাই একত্র হচ্ছি। আমরা হাতে হাত রেখে অনির্বাণের যুগপৎ এই উপস্থিতি এবং অনুপস্থিতি অনুভব করতে চাইছি, ভাগ করে নিতে চাইছি। থাকছি, ডক্টর অনির্বাণ দত্ত’র সাথে।
যাঁরা অনির্বাণকে চিনতেন, তাঁরা আসবেন নিশ্চিত। আর আরও অগুণতি মানুষ, যাঁরা অনির্বাণকে সামনাসামনি না চিনলেও ভালোবাসতেন – ব্যক্তি অনির্বাণ বা গায়ক অনির্বাণেকে ভালোবাসতেন – তাঁরাও আসুন।
আসুন, রবিবারের দুপুরে আমরা সবাই থাকি – ডক্টর অনির্বাণ দত্ত’র সাথে।