★
সমগ্রের সঙ্গে থেকে তবু,
একলা একা থেকে গেছি শোকে
আজকে বইয়ের উৎসব,
গায়ে মেখে নিয়ে যাব তোকে।
তোকে দেখে বাঁকা চোখ হবে
হয় তো বা বিশুদ্ধতাবাদী!
সে যা হোক তুই সাথে যাবি
ভাবলে ভাবুক অপরাধী।
অনাদরে চলে গিয়েছিস।
সে প্রসঙ্গ নয় খুব প্রিয়।
নিরাপদ গুহাবাসী যারা,
অপছন্দ হলে বাধা দিও।
কাউকেই ভুলতে দেব না
আমার মেয়ে যে আজ নেই।
যেইখানে জ্বলে বর্ণমালা
দ্রোহ উৎসব সেখানেই।
★