করোনাযুগে বকরূপী যক্ষ যুঠিষ্ঠিরকে জিজ্ঞাসা করিলেন-
যক্ষ: মহারাজ, বলুন, আজ এই পৃথিবীতে সবচেয়ে নিরাপদ কে?
যুধিষ্ঠির: হে যক্ষ, যে একবার করোনা হওয়ার পরে সেরে উঠেছে, সে-ই এই পৃথিবীতে সবচেয়ে নিরাপদ।
যক্ষ: বাতাসের চেয়ে দ্রুতগামী কি?
যুধিষ্ঠির: গুজব।
যক্ষ : সবচেয়ে সমস্যায় কে?
যুধিষ্ঠির: অসংগঠিত ক্ষেত্রে কাজ করা পরিযায়ী শ্রমিক।
যক্ষ: সবচেয়ে হাল্কা কি?
যুধিষ্ঠির: করোনা ভাইরাস। সারা পৃথিবীতে ছড়িয়ে পড়া কোটি কোটি করোনা ভাইরাসের মোট ওজন এক গ্রামের থেকেও কম।
যক্ষ: সুখী কে?
যুধিষ্ঠির: যে লকডাউনের আগেই খাবার-দাবার, মালপত্র কিনে ঘর বোঝাই করতে পেরেছে এবং ঘর থেকে বেরোতে হচ্ছে না অথচ মাইনে পাচ্ছে – সে ই সুখী।
যক্ষ: পথ কি?
যুধিষ্ঠির : উহান থেকে মিলান- করোনা ভাইরাস চালান দেওয়ার রাস্তা-ই হল পথ।
যক্ষ: স্বর্গের চেয়ে উঁচু কি?
যুধিষ্ঠির: কোভিড-১৯ কার্ভের চূড়া।
যক্ষ: পৃথিবীর চেয়ে ভারী কি?
যুধিষ্ঠির: কোভিড-১৯ এ মৃত স্বাস্থ্যকর্মীর শবদেহ।
যক্ষ: তৃণের চেয়ে কার সংখ্যা বেশী?
যুধিষ্ঠির: কোভিড-১৯ এ মৃতের সংখ্যা।
যক্ষ: কে নিজের বেগে বড় হয়?
যুধিষ্ঠির: কোভিড-১৯ রোগীর সংখ্যা।
যক্ষ: এই পৃথিবীর সবচেয়ে উদ্ভট কি?
যুধিষ্ঠির: ডেথ অডিট কমিটি, যেখানে মেটে বিশেষজ্ঞ কোভিড মৃত্যুর কারণ নির্ণয় করে।
যক্ষ: কার হৃদয় নেই?
যুধিষ্ঠির: জি জিনপিং- এর।
যক্ষ: সবচেয়ে উন্মাদ কে?
যুধিষ্ঠির: ডোনাল্ড ট্রাম্প।
যক্ষ: সবচেয়ে সাহসী কে?
যুধিষ্ঠির: কোভিড-১৯ আইসিইউ তে কাজ করা নার্স।
যক্ষ: আশ্চর্য কি?
যুধিষ্ঠির: মৃত্যুর সম্ভাবনা আছে জেনেও মাস্কের চেয়ে লিপষ্টিককে এবং ঘরে থাকার চেয়ে বাজার করাকে বেশী গুরুত্বপূর্ণ ভাবাই আশ্চর্য।
যক্ষ: ধর্মরাজ, আপনি সফল। আপনার প্রতিটি উত্তর সঠিক। আপনি কি চান?
যুধিষ্ঠির: করোনা ভাইরাসের ভ্যাকসিন।
ধর্মরাজ: পাবেন। তবে তার জন্য ছ’মাস অপেক্ষা করতে হবে।